E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত

২০১৫ আগস্ট ১৫ ২৩:০৬:৪৮
টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। চট্রগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এ মেজবানের আয়োজন করেন।

তাকে সহযোগিতা করেন চট্রগ্রাম মহানগর যুবলীগ ও ছাত্রলীগের তিন শতাধিক নেতা-কর্মী। টুঙ্গিপাড়া উপজেলার শেখ মুজিবুর রহমান সরকারী ডিগ্রী কলেজ মাঠে মুসলিম ও বালাডাঙ্গা স্কুল মাঠে হিন্দু সম্প্রদায়ের লোকদের মেজবান খাওয়ানো হয়। এ মেজবানে ৪২ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়। এখানে মুসলিমদের গরুর মাংস কারী, বুটের ডাল, নলার ঝোল ও সাদা ভাত আর হিন্দু সম্প্রদায়ের জন্য মুরগীর মাংস, ডাল, ডিম ও সাদা ভাতের ব্যবস্থা করা হয়। মেজবানে ২৬ টি গরু, ১৩’শ মুরগী ও ৯২ মন চাল রান্না করা হয়। এছাড়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল, দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় কাঙ্গালী ভোজের আয়োজন করে। #

(এমএইচএম/এসসি/আগষ্ট১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test