E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে সাঙ্গু উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

২০১৫ আগস্ট ১৬ ১৩:২১:১৬
বান্দরবানে সাঙ্গু উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

রবিবার সকাল ১০টায় সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামাল পাশা।

বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমান আলী, মোঃ শাহ আলম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সামিয়া আক্তার, পুজা দে, নাহিদা আক্তার। উক্ত অনুষ্ঠানে সহকারী শিক্ষক মওলানা শাব্বির আহমদ, ইসমত আরা বেগম, সন্তোষ চক্রবর্তী, মতুজা খাতুন, লিপি বিশ্বাস, ঈমান হোসেন, সুনন্দ বড়ুয়া, মোঃ তারেকুর রহমান, জ্যোসনা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শুধু জাতির পিতা নন তিনি বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্মদাতা। তার বলিষ্ঠ নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু হায়নারা জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে দেশ পুর্নঃগঠন করার আগে নৃশংস ভাবে হত্যা করেছে। সেদিন ভোরের আলো ফোটার আগে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি রক্তে রঞ্জিত হয়ে যায়। পরিবারের সকলের সাথে তারা শিশু শেখ রাসেলকেও ক্ষমা করেনি। তাকেও জীবন দিতে হয়েছে নরপশুদের হাতে। জঘন্য এবং নৃশংস এই হত্যাকান্ডের সকল আসামীর ফাঁসি দাবী করেন বক্তারা।

আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা লেখা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(এএফবি/এলপিবি/আগস্ট ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test