E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জন নিহত, আহত ৯

২০১৫ আগস্ট ১৬ ১৬:৩৪:৪৪
বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জন নিহত, আহত ৯

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোঁচাগঞ্জে বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দু’জন নিহত এবং আহত হয়েছে অপর ৮ স্কুল ছাত্রসহ ৯ জন।

নিহত একজন হচ্ছে বোঁচাগঞ্জ উপজেলার দেউর গ্রামের মোঃ বাবু ইসলামের পুত্র মোঃ বাপ্পী ইসলাম (১২)। সে দেউর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অপরজন হচ্ছে একই উপজেলার জালগাঁও গ্রামের মদন চন্দ্র রায়ের পুত্র শ্যামল চন্দ্র রায় (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ২টার দিকে দেউড় উচ্চ বিদ্যালয়ের একদল ছাত্র মাঠে খেলছিলো। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাপ্পী ইসলাম নিহত হয়। আহত হয় অপর ৮ ছাত্র এবং একজন চানাচুর বিক্রেতা। আহতরা হচ্ছে ষষ্ঠ শ্রেণির ছাত্র আনোয়ার হোসেন, সৌরভ চন্দ্র রায়, সাব্বির হোসেন, রকিবুল ইসলাম ও আতাবুল ইসলাম, সপ্তম শ্রেণির ছাত্র মোর্শেদ ইসলাম ও সাইদুর রহমান, পাশ্ববর্তী দেউর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র রিফাত ইসলাম এবং চানাচুর বিক্রেতা মতিউর রহমান। এদের সকলকেই বোঁচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে উপজেলার জালগাঁও গ্রামে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে শ্যামল চন্দ্র রায় নামে এক ব্যাক্তি নিহত হয়।

বোঁচাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাবিবুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

(এটি/এলপিবি/আগস্ট ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test