E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও আমাদের পরাধীন থাকতে হতো’

২০১৫ আগস্ট ১৬ ১৭:৫৮:৫৩
‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও আমাদের পরাধীন থাকতে হতো’

বাগেরহাট প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীল শওকাত আলী বাদশা এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজও আমাদের পরাধীন থাকতে হতো।

পাকিস্তানীদের হুকুম তামিল করতে হতো। আমরা কখনোই স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিলেও মাত্র কয়েক বছরের মধ্যে দেশী-বিদেশী চক্রান্তকারীদের হাতে তাঁকে স্বপরিবারে জীবন দিতে হয়েছে। চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আর্দশকে হত্যা করতে পারেনি।

তাই আজ তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু আর্দশে দেশ উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে। রবিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য বিভাগে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তবে এমপি বাদশা সবাইকে বঙ্গবন্ধুর জীবন আর্দশ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান।

বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদুৎ কান্তি পালের সভাপতিত্বে শহরের মুনিগঞ্জে উপজেলা স্বাস্থ্য বিভাগ মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ বেবী মোর্শেদা খানম, বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্রী বাবুল সরদার, স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী এসোশিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব নকিব সিরাজুল হক, উপজেলা প প কর্মকর্তা মোহম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।

(একে/এএস/আগস্ট ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test