E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট প্রেসক্লাবের আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

২০১৫ আগস্ট ১৭ ১৩:৪৬:১১
বাগেরহাট প্রেসক্লাবের আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদের সাথে জড়িত সব পক্ষের বক্তব্যসহ সকল তথ্য উপাথ্য যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশনে তিনি সাংবাদিকদের প্রতি  আহবান জানান।

বাগেরহাট প্রেসক্লাবের আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাদশা আরও বলেছেন, সাংবাদিকতার পাশাপাশি দেহ-মন সুস্থ্য রাখাতে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই সাংবাদিকদেরও খেলাধূলায় এগিয়ে আসতে হবে।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. শাহ আলম টুকুর সভাপতিত্বে রবিবার রাতে প্রেসক্লাবের অধক্ষ্য মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের জেলা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা ও বিশিষ্ট শিক্ষাবিদ বেবী মোরশেদা খানম।

বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, বাবুল সরদার, সাধারন সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, সাবেক সাধারন সম্পাদকবিষ্ণু প্রসাদ চক্রবর্তী, আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগীতার আহবায়ক শওকাত আলী বাবু।

প্রধান অতিথি বাগেরহাট প্রেসক্লাবে চলতি বছরে ক্যারাম, দাবা, তাস, লুডুর একক ও দ্বৈত চ্যাম্পিয়ন-রানাআপসহ ক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা পুরস্কার বিতরণ করেন।

(একে/এলপিবি/আগস্ট ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test