E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনায় বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদের পরিচিতি সভা

২০১৫ আগস্ট ১৭ ১৬:০৩:০২
পাবনায় বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদের পরিচিতি সভা

পাবনা প্রতনিধি : পাবনায় বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছ। গতকাল রাত ৮ ঘটিকায় বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদের চেয়ারপারসন মো মিরোজ হোসেনের সভাপতিত্বে ১৬ আগষ্ট রাত ৮ ঘটিকায় স্বাগতম চাইনিজ রেষ্টুরেন্টে মিতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মিতবিনিময় ও পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসকের কার্যলয়ের ডি.ডি.এল.জি. মো: আব্দুর রফিক(উপ-সচিব) , পাবনা জেলা নির্বচন কর্মকর্তা মো: সাইপুল ইসলাম, পাবনা জেলা নির্বাহী ম্যাজিষ্টেট মো: মোস্তফা জাবেদ কায়ছার, মাছরাঙা টেলিভিশনের উওরাঞ্চল চিফ উৎপল মির্জা, এড.আব্দস সামাদ খান রতন (পি.পি নারী ও শিশু, জজ কোট পাবনা )অনলাইন ও ইলেক্টনিক মিডিয়া অয়েল ফেয়ার এসোসিয়েসনের সভাপতি কাজী বাবলা , বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদের পাবনা শাখার সাধারন সম্পাদক প্রবীর সাহা, কো- চেয়ারপারসন সৈকত আফরোজ আসাদ, কো- চেয়ারপারসন রশিদুল হাসান বকুল, কো- চেয়ারপারসন বজলুল করিম, যুগ্ন- সাধারণ সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, যুগ্ন- সাধারণ সম্পাদক মো: হেলালুর রহমান, তথ্য ও প্রকাশনা সম্পাদক রিজভি জয়, মহিলা বিষয়ক সম্পাদক , সুষমা সাহা, সাংস্কৃতিক সম্পাদক বিপুল সাহা , সদস্য মোস্তাফিজুর রহমান রাসেল, তরিত কুন্ডু, বিপ্লব আলম খান, আলমগীর হোসেন, রেজওয়ান খোকন, অমিত কুন্ডু , সুফিয়া আমির, স.ম মাহবুবুল হুদা, অসিম গুহ, উওম রজত, বদিউজ্জামান বেনু, আলহ¦াজ রওশন আলী ,সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমূখ। মতবিনিময় ও পরিচিতি সভায় প্রথমে ৪০ তম শাহাদৎ বার্ষিকিতে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় । স্বগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধরণ সম্পাদক প্রবীর সাহা, এছাড়া বক্তব্য প্রদান করেন পাবনা জেলা প্রশাসকের কার্যলয়ের ডি.ডি.এল.জি. মো: আব্দুর রফিক (উপ-সচিব) , পাবনা জেলা নির্বচন কর্মকর্তা মো: সাইপুল ইসলাম, পাবনা জেলা নির্বাহী ম্যাজিষ্টেট মো: মোস্তফা জাবেদ কায়ছার, মাছরাঙা টেলিভিশনের উওরাঞ্চল চিফ উৎপল মির্জা, কো- চেয়ারপারসন রশিদুল হাসান বকুল, কো- চেয়ারপারসন বজলুল করিম প্রমূখ। এরপর ভারত সম্প্রীতি পরিষদের চেয়ারপারসন মো মিরোজ হোসেনের সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন এবং অথিথিদের সম্মানে এক নৈশ্য ভোজের আয়োজন করা হয়।



(পিএস/এসসি/আগষ্ট ১৭,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test