E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সরাইলে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০১৫ আগস্ট ২০ ১৬:৫০:২৩
সরাইলে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : এনজিও সংস্থা ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচী ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ এর উদ্যোগে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নিরাপদ সড়ক আমাদের অধিকার বাস্তবায়নে চাই অঙ্গীকার র্শীষক এক প্রশিক্ষণ কর্মশালা, কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ১৯ আগষ্ট বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুলে প্রায় ১২শত জন ছাত্রী নিরাপদে রাস্তা পারাপার বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়। কুইজ প্রতিযোগীতায় উত্তীর্ণ ১০জনকে বিভিন্ন উপহার সামগ্রী অথিতিরা প্রদান করা হয়।

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্কুলের ম্যানেজিং কমিটির ডোনার মেম্বার মোঃ ইসমাইল মিয়া, র্গাডিয়ান মেম্বার ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, ব্র্যাকের সমন্বয়কারী জি এম রেজা সুমন, সরাইল ব্র্যাকের যোগাযোগ কর্মী মোঃ আনোয়ার হোসেন,আশুগঞ্জ ব্র্যাকের যোগাযোগ কর্মী মোঃ লিটন মিয়া, ভৈরব ব্র্যাকের যোগাযোগ কর্মী মোঃ আবুল বাসার প্রমুখ।


উল্লেখ্য, কর্মশালায় শিক্ষার্থীদেরকে নিরাপদে পথ চলার জন্য ফুটপাত না থাকলে ডান পাশ দিয়ে একেবারে কিনার ঘেঁষে হাটা, রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং, ওভার ব্রীজ, পাতালপথ, ট্রাফিকের সহযোগীতা কিংবা রাস্তার দু পাশে অনেক দূর পর্যন্ত দেখা যায় এমন স্থানে ডানে-বামে-ডানে ভাল করে দেখে রাস্তা পার হওয়া, রাতে রাস্তা চলাচলে উজ্জ্বল রঙের কোন বস্তু বা বাতি সঙ্গে রেখে হালকা রঙের সাদা-হলুদ পোশাক ব্যবহার করে ডানে-বামে-ডানে দেখে সোজাসোজি হঠাৎ দৌড় না দিয়ে রাস্তা পার হওয়া, রাস্তায় চলার সময় সঙ্গে বয়স্ক ব্যাক্তি বা অভিভাবকগণ শিশুদের হাত ধরে রাস্তার পাকা অংশ থেকে দূরে রেখে চলা, রাস্তা থেকে পর্যাপ্ত দূরে শিশুদের খেলাধুলা করা, নির্ধারিত স্ট্যান্ড ছাড়া চলন্ত বাস বা অন্য কোন গাড়িতে না ওঠা এবং নামা, যানবাহনের ভিড়ে আটকা পড়া গাড়িতে দৌড় না ওঠা, গাড়িতে বাম হাতের হ্যান্ডেল ধরে ডান পা আগে বাড়িয়ে ওঠা এবং গাড়ি থেকে নামার সময় ডান হাতের হ্যান্ডেল ধরে আগে বাম পা বাড়িয়ে নামা, গাড়িতে বা বাসের ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ না করা এবং মালবোঝাই ট্রাকে ভ্রমণ না করা, গাড়ির ইঞ্জিনের কভারে না বসা, চলন্ত গাড়িতে না ঘুমানো বরং সব সময় সর্তক থাকা, গাড়ির জানালা দিয়ে হাত বা মাথা না বের করা, মোটর সাইকেলে সর্বোচ্চ দু জন হেলম্যাট পরে দুপাশে পা দিয়ে বসা এবং সাইকেল-রিক্সা-ভ্যান ইত্যাদিতে শাড়ি, ওড়না বা অন্য যেকোন ঢিলেঢালা কাপড় গুছিয়ে বসা প্রভৃতির কৌশল প্রশিক্ষণার্থীদেরকে হাতে কলমে বোঝানো হয়।

(এএ/পি/অাগস্ট ২০, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test