E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে বন্যার্তদের মাঝে নগদ অর্থ, ওষুধ ও ত্রিপল বিতরণ

২০১৫ আগস্ট ২১ ১৪:৪৭:৪৬
বান্দরবানে বন্যার্তদের মাঝে নগদ অর্থ, ওষুধ ও ত্রিপল বিতরণ

বান্দরবান প্রতিনিধি : রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে নগদ অর্থ, ওষুধ ও ত্রিপল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এক অনুস্ঠানের মাধ্যমে নগদ অর্থসহ এসব সামগ্রী বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বন্যার্তদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাধ্যে পুলিশ সুপার মিজানুর রহমান, রেড ক্রিসেন্ট ঢাকা ইউনিটের কর্মকর্তা কাজী রাশেদ শিমুল, বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচংঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জহুরা বেগমসহ সরকারী, বেসরকারী কর্মকর্তা ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বীর বাহাদুর বলেন, দুর্যোগময় মুহুর্তে সকলকে সচেতন থাকতে হবে। যাতে জানমালের ক্ষতি না হয়। আজ যারা ত্রিপল ও নগদ টাকা পেয়েছেন তা যথাযথ কাজে ব্যবহার করতে হবে। কোন অবস্থাতেই দামী এই ত্রিপল বিক্রি করা যাবে না। এটা দুর্যোগকালীন সময়ে মাথা গুজার সম্বল।

তিনি আরো বলেন, বর্ষাকাল এখনো শেষ হয়নি। তাই সকলকে সতর্ক থাকতে হবে। বেঁচে থাকলে সব কিছু, কিন্তু মরে গেলে তার আর কিছু থাকে না। তাই অতি বৃষ্টি হলেই কোন ধরনের গাফিলতি না করে পরিবারের সকলকে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। তিনি বলেন, রেড ক্রিসেন্টের পক্ষ থেকে টাকা দেয়া হয়েছে বন্যার পানি নেমে যাওয়ার পর ঘর মেরামতের সহযোগিতা সরূপ। এই টাকা দিয়ে ঘরের উপকরণ কিনে তা ঘরের কাজে লাগাতে হবে। অন্য কোন কাজে ব্যবহার করলে তার কোন স্বার্তকতা আসবে না। এ ব্যাপারে তিনি রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

উল্লেখ্য, রেড ক্রিসেন্ট বান্দরবান জেলা ইউনিটের পক্ষ থেকে ৬শত পরিবারের মধ্যে প্রতি পরিবারকে নগদ ৩ হাজার, ওষুধ ও ১টি করে ত্রিপল দেয়া হয়।

(এএফবি/এসসি/আগষ্ট২১,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test