E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্মাণাধীন কাজ পরিদর্শনে গিয়ে সওজ বিভাগের কর্মকর্তাসহ লাঞ্চিত ৪

২০১৫ আগস্ট ২৩ ১৭:৪১:৫৩
নির্মাণাধীন কাজ পরিদর্শনে গিয়ে সওজ বিভাগের কর্মকর্তাসহ লাঞ্চিত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের একটি নির্মাণাধীন সড়কের সাইট পরিদর্শনে গিয়ে শারিরীকভাবে লাঞ্ছিত হয়েছেন ওই বিভাগের সেকশন অফিসার মোঃ আব্দুল হালিমসহ আরো তিন কর্মচারী।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি চাঁদাবাজী মামলা হয়েছে।

লাঞ্চিত সেকশন অফিসার মোঃ আব্দুল হালিম জানান, ১০টি ব্রীজসহ সদর উপজেলার সাতপাড় থেকে কাশিয়ানীর রামদিয়া পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছে। সাপ্তাহিক আলোড়ন নামে একটি পত্রিকার সাংবাদিক পরিচয়ে ওই এলাকার বীজু মোল্যা নামে এক লোক দু’চার দিন পর পরই ওই রাস্তায় আসেন এবং শুধু শুধু কাজের মান নিয়ে নানা ধরণের অভিযোগের কথা তুলে সাহায্য-সহযোগিতা চান এবং ৫'শ/হাজার টাকা নিয়ে যান।

এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান জেভি কন্সট্রাকশনের ঠিকাদারের বাড়ি নাটোরে হওয়ায় এবং তার নিয়োগকৃত ওয়ার্ক-এ্যাসিস্ট্যান্টও এলাকার না হওয়ায় তিনি ঝামেলা এড়াতে ৫’শ/হাজার টাকা দিয়ে বিদায় করে দিতেন।

তিনি আরও জানান, ওইদিন তিনি কাজের সাইট পরিদর্শনে গেলে সাংবাদিক নামধারী ওই লোক এবং উজ্জ্বল ও দুলাল নামে আরও দুই সহযোগী সঙ্গে নিয়ে সীতারামপুর এলাকায় ভক্তবাড়ি ব্রীজ নির্মাণস্থলে যায় এবং অন্যদিনের মতোই এলোমেলো কথা বলে আরও টাকা দাবী করে। বিষয়টি একপর্যায়ে আমার সঙ্গে বাক-বিতন্ডা এবং তার প্রস্তাবে রাজী না হওয়ায় বাক-বিতন্ডার মধ্যেই তারা আমাকে, আমার ড্রাইভার আবুল খায়ের, পিয়ন শাহিন সরদার ও মোঃ আজিমকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক ঠেকাতে এলে শ্রমিকদেরকেও তারা মারপিট করে দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে কাশিয়ানী থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে কাশিয়ানী থানায় ৩ জনকে আসামী করে ওই অফিসের পিয়ন শাহিন সরদার বাদী হয়ে রাতেই একটি চাঁদাবাজির মামলা করেছেন। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(এমএইচএম/এলপিবি/আগস্ট ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test