E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে ২১ জাপানী ডেলিগেটের সফর

পবিত্রতার প্রতীক জাপানের সাকুরা চেরি বৃক্ষ দেখে উচ্ছ্বাস প্রকাশ

২০১৫ আগস্ট ২৩ ২০:০৫:২৮
পবিত্রতার প্রতীক জাপানের সাকুরা চেরি বৃক্ষ দেখে উচ্ছ্বাস প্রকাশ

বান্দরবান প্রতিনিধি : জাপানের ২১ সদস্যের একটি ডেলিগেট টিম বান্দরবানে সফর করেছেন। জাপান থেকে নিয়ে আসা সাকুরা (চেরি) ফুলের গাছ সফল ভাবে চাষাবাদ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে সফরকারী জাপানী দল। জাপানীদের কাছে চেরি ফুল পবিত্রতার প্রতীক হিসেবে সমাদৃত। তাই এই গাছ বান্দরবানের পাহাড়ী মাটিতে বেড়ে উঠায় তারা অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল।

রবিবার সকালে জাপানের ২১ সদস্যের এই টিম বান্দরবান সফরে আসলে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা অথিতিদের স্বাগত জানান। পরে জেলা পরিষদ সভাকক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জাপানীদের পক্ষে বক্তব্য রাখেন গ্রুফ লিডার এ্যারিটোমি, প্রফেসর ওয়াটানবি ও সাইটো। জেলা পরিষদ কর্তৃক আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমীন, নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আবছারসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, গত বছর জাপানে সফরে গিয়ে তিনি সাকুরা চেরি ফুল গাছের বীজ নিয়ে আসেন। এই বীজ পরীক্ষামূলক ভাবে জেলা পরিষদ চত্তরে রোপন করা হয়। রোপিত এই ফুলের প্রতিটি বীজ অংকুরিত হয় এবং সফল ভাবে বেড়ে উঠে। জাপানীদের কাছে এই ফুল পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আদিকাল থেকে। দর্শনার্থীদের কাছে চেরি ফুল আকর্ষনীয় এবং সৌন্দর্য্যের প্রতীক। প্রতিটি মানুষ এই চেরি ফুলে মুগ্ধ হন জাপানে গিয়ে। তিনি আরো বলেন, জাপানী সম্প্রদায় এই ফুল ছিটিয়ে পুজা করেন এবং বহুদিনব্যাপী মেলার আয়োজন করে থাকেন। বক্তব্যে তিনি জাপানীদের এই আয়োজন আরো সমৃদ্ধ করতে বান্দরবানেও সাতদিন ব্যাপী চেরি ফুলের পবিত্র মেলা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ সাথে জাপানের সম্প্রীতিময় গভীর সম্পর্ক বজায় থাকায় তিনি জাপান সরকারের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন।

জাপানী ডেলিগেট লিডার এ্যারিটমি বলেন, জাপানী প্রতিটি সম্প্রদায়ের কাছে সাকুরা ফুল পবিত্রতার প্রতীক। এই ফুল নিয়ে পুজা করা হয় মহাসমারোহে। এতে জাপানী তরুণ তরুনীরাসহ সব বয়েসের নারী পুরুষ অংশ নেয়। জাপানের মতো বান্দরবানে চেরি ফুলের মেলা হবে জেনে তারা আনন্দিত। বান্দরবানের পরিষদ চত্তরে সাকুরা চেরি ফুলের গাছ রোপন করায় তিনি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান এবং এই গাছ গুলোতে আগামী বসন্তে ফুল ফুটবে বলে আশা প্রকাশ করেন। জাপান প্রতিনিধি দলের নেতৃবৃন্দরা বান্দরবান সফর করে এখানকার ভাষা, সংস্কৃতি এবং চেহারাগত বৈশিষ্ট্য জাপানীদের সাথে মিল রয়েছে উল্লেখ করে জাপানের সহযোগিতায় পর্যায়ক্রমে নানা ধরনের প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।

জাপানী ডেলিগেট টিম সাকুরা চেরি ফুলের গাছ গুলো পরিদর্শণ শেষে হলি-ডে-ইন রিসোটে এক সাংস্কৃতিক অনুষ্টানে যোগ দেয়। বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠি সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের নৃত্য শিল্পীরা তাদের ঐতিহ্যগত সংস্কৃতি তুলে ধরে নৃত্য পরিবেশন করেন। এ সময় বাঙ্গালী শিল্পীরা লোকজ নৃত্য, মারমা শিল্পীরা ছাতা ও জুম নৃত্য, ত্রিপুরা শিল্পীরা বোতল নৃত্য এবং বম শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী বাঁশ নৃত্য পরিবেশন করেন।

বান্দরবানে সংক্ষিপ্ত সফরে ২১ সদস্যের জাপানী ডেলিগেট টিম অত্যন্ত খুশি হয়েছেন এবং তারা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে বিমোহিত হয়েছেন বলে জানিয়েছেন দোভাসী কাঞ্চন বড়–য়া।

(এএফবি/পি/অাগস্ট ২৩, ২০১৫)

ev›`iev‡b 21 Rvcvbx †Wwj‡M‡Ui mdi

cweÎZvi cÖZxK Rvcv‡bi mvKziv ‡Pwi e„ÿ †`‡L D”Qvm cÖKvk

Avj dqmvj weKvk, ev›`ievb|

Rvcv‡bi 21 m`‡m¨i GKwU †Wwj‡MU wUg ev›`iev‡b mdi K‡i‡Qb| Rvcvb †_‡K wb‡q Avmv mvKziv (‡Pwi) dz‡ji MvQ mdj fv‡e Pvlvev` nIqvq D”Qvm cÖKvk K‡i‡Q mdiKvix Rvcvbx `j| Rvcvbx‡`i Kv‡Q †Pwi dzj cweÎZvi cÖZxK wn‡m‡e mgv`„Z| ZvB GB MvQ ev›`iev‡bi cvnvox gvwU‡Z †e‡o DVvq Zviv AZ¨šÍ Avbw›`Z I Drdzjø|

AvR mKv‡j Rvcv‡bi 21 m`‡m¨i GB wUg ev›`ievb md‡i Avm‡j †Rjv cwil` †Pqvig¨vb K¨ ˆk n¬v Aw_wZ‡`i ¯^vMZ Rvbvb| c‡i †Rjv cwil` mfvK‡ÿ GK m‡¤§j‡bi Av‡qvRb Kiv nq| G mgq Rvcvbx‡`i c‡ÿ e³e¨ iv‡Lb MÖæd wjWvi G¨vwi‡Uvwg, cÖ‡dmi IqvUvbwe I mvB‡Uv| †Rjv cwil` KZ©„K Av‡qvwRZ m‡¤§j‡b Ab¨v‡b¨i g‡a¨ cywjk mycvi wgRvbyi ingvb, †Rjv cwil‡`i gyL¨ wbev©nx Kg©KZv© †gvwgbyi iwk` Avgxb, wbev©nx Kg©KZv© †gvt byiæj AveQvimn wewfbœ `߇ii DaŸ©Zb Kg©KZv©iv Dcw¯’Z wQ‡jb|

‡Rjv cwil` †Pqvig¨vb K¨‰kn¬v e‡jb, MZ eQi Rvcv‡b md‡i wM‡q wZwb mvKziv ‡Pwi dzj Mv‡Qi exR wb‡q Av‡mb| GB exR cixÿvgyjK fv‡e †Rjv cwil` Pˇi †ivcb Kiv nq| †ivwcZ GB dz‡ji cÖwZwU exR AsKzwiZ nq Ges mdj fv‡e †e‡o D‡V| Rvcvbx‡`i Kv‡Q GB dzj cweÎZvi cÖZxK wn‡m‡e e¨eüZ n‡q Avm‡Q Avw`Kvj †_‡K| `k©bv_x©‡`i Kv‡Q †Pwi dzj AvKl©bxq Ges †mŠ›`‡h¨©i cÖZxK| cÖwZwU gvbyl GB †Pwi dz‡j gy» nb Rvcv‡b wM‡q| wZwb Av‡iv e‡jb, Rvcvbx m¤úª`vq GB dzj wQwU‡q cyRv K‡ib Ges eûw`be¨vcx †gjvi Av‡qvRb K‡i _v‡Kb| e³‡e¨ wZwb Rvcvbx‡`i GB Av‡qvRb Av‡iv mg„× Ki‡Z ev›`iev‡bI mvZw`b e¨vcx †Pwi dz‡ji cweÎ †gjv Av‡qvR‡bi AvMÖn cÖKvk K‡ib| evsjv‡`k mv‡_ Rvcv‡bi m¤úªxwZgq Mfxi m¤úK© eRvq _vKvq wZwb Rvcvb miKv‡ii cÖwZ K…ZÁvZv cÖKvk K‡ib|

Rvcvbx †Wwj‡MU wjWvi G¨vwiUwg e‡jb, Rvcvbx cÖwZwU m¤úª`v‡qi Kv‡Q mvKziv dzj cweÎZvi cÖZxK| GB dzj wb‡q cyRv Kiv nq gnvmgv‡iv‡n| G‡Z Rvcvbx ZiæY Ziæbxivmn me e‡q‡mi bvix cyiæl Ask †bq| Rvcv‡bi g‡Zv ev›`iev‡b †Pwi dz‡ji †gjv n‡e †R‡b Zviv Avbw›`Z| ev›`iev‡bi cwil` Pˇi mvKziv †Pwi dz‡ji MvQ †ivcb Kivq wZwb †Pqvig¨vb‡K ab¨ev` Rvbvb Ges GB MvQ ¸‡jv‡Z AvMvgx em‡šÍ dzj dzU‡e e‡j Avkv cÖKvk K‡ib| Rvcvb cÖwZwbwa `‡ji †bZ…e„›`iv ev›`ievb mdi K‡i GLvbKvi fvlv, ms¯‹…wZ Ges †PnvivMZ ˆewkó¨ Rvcvbx‡`i mv‡_ wgj i‡q‡Q D‡jøL K‡i Rvcv‡bi mn‡hvwMZvq chv©qµ‡g bvbv ai‡bi cÖKí ev¯Íevq‡bi Avk¦vm †`b|

Rvcvbx †Wwj‡MU wUg mvKziv †Pwi dz‡ji MvQ ¸‡jv cwi`k©Y †k‡l nwj-‡W-Bb wi‡mv‡U GK mvs¯‹…wZK Abyóv‡b †hvM †`q| ev›`ievb ÿz`ª b„ †Mvwô mvs¯‹…wZK BwbwówUD‡Ui b„Z¨ wkíxiv Zv‡`i HwZn¨MZ ms¯‹…wZ Zz‡j a‡i b„Z¨ cwi‡ekb K‡ib| G mgq ev½vjx wkíxiv †jvKR b„Z¨, gvigv wkíxiv QvZv I Ryg b„Z¨, wÎcyiv wkíxiv †evZj b„Z¨ Ges eg wkíxiv Zv‡`i HwZn¨evnx evuk b„Z¨ cwi‡ekb K‡ib|

ev›`iev‡b mswÿß md‡i 21 m`‡m¨i Rvcvbx †Wwj‡MU wUg AZ¨šÍ Lywk n‡q‡Qb Ges Zviv GLvbKvi cÖvK…wZK †mŠ›`h¨© †`‡L we‡gvwnZ n‡q‡Qb e‡j Rvwb‡q‡Qb ‡`vfvmx KvÂb eo–qv|

...............................................

Avj dqmvj weKvk, ev›`ievb|

ZvwiL t 23 AvMó 2015|

‡gvevBj t 01557464715|

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test