E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপিকে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী মেনে নেয়ার আহ্বান

২০১৫ আগস্ট ২৫ ১৮:৪৮:৫৭
বিএনপিকে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী মেনে নেয়ার আহ্বান

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বরিশাল জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোনে লাল্টু ১৫ আগষ্টের অনুষ্ঠানে যাননি, তিনি আওয়ামীলীগেও যাচ্ছেন না বলে জানিয়েছেন আ’লীগ ও বিএনপি’র স্থানীয় শীর্ষ নেতারা।

এব্যাপারে ওই অনুষ্ঠানের প্রধান বক্তা আগৈলঝাড়া উপজেলা আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত বলেন, ২০ আগস্ট গৈলা ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ গাজীর সভাপতিত্বে গৈলা শিশু নিকেতন স্কুল হল রুমে শোক দিবসের অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানকে ঘিরে বরিশাল জেলা উত্তর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, ও গৈলা ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুর শোক দিবসে একাত্মতা প্রকাশ বা আ’লীগে যোগদানের কোন প্রশ্নই ওঠে না। এটি স্রেফ গুজব। আবুল হোনে লাল্টু ছাত্র জীবন থেকেই বিএনপি’র রাজনীতি করে আসছে। ইচ্ছে করলেই সুযোগ সন্ধানী যে কেউ আ’লীগে যোগদান করবে এমন সংগঠন আ’লীগ নয়। আর শোক দিবসেও তার একাত্মতার কোন প্রশ্নই ওঠেনা। আ’লীগ চায় বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জাতির জাতীয় শোক দিবস মেনে নিক।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও রাজিহার ইউপি সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম আফজাল হোসেন বলেন, আবুল হোসেন লাল্টু ১৫ আগষ্টের অনুষ্ঠানে সে যায়নি। সে দীর্ঘ দিন আমার সাথে বিএনপির রাজনীতি করে আসছে। সেই রাজনীতির ফসল হিসেবে আজ সে জেলা (উত্তর) বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক। বিএনপি দল করার কারনেই তাকে বর্তমান সরকারেরর আমলে গ্রেফতারও হতে হয়েছে। আগামী দিনে সে পূর্বের মত আমাদের সাথে রাজনীতি করাবে বলেও আমি বিশ্বাস করি।

জেলা বিএনপির নেতা ও গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু সাংবাদিকদের জানান, তিনি ১৫ আগষ্টের অনুষ্ঠানে যোগদান করেননি। আগামী দিনে কমিটি গঠনের খবরে তার প্রতি কেন্দ্রীয় নেতাদের ক্ষেপিয়ে তুলতে একটি কুচক্রি মহল তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ইর্ষান্বিত হয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি বিএনপির রাজনীতিতে আছেন ও থাকবেন।

(টিবি/এসসি/আগস্ট২৫,২০১৫)



















পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test