E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়ায় চলছে আ'লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সভা ও মিছিল

২০১৫ আগস্ট ২৬ ২০:৪২:৫৬
কালিয়ায় চলছে আ'লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সভা ও মিছিল

কালিয়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় ক্ষমতাশীন আওয়ামীলীগের দুই গ্রুপের দ্বন্দ শোকের মাসের আলোচনা সভাকে কেন্দ্র করে প্রকাশ্য রূপ নিয়েছে। পাল্টাপাল্টি সভা ও মিছিলের মধ্য দিয়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে।

কটুক্তির প্রতিবাদে বুধবার বিকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সভা করেছে ক্ষুব্দ নেতা কর্মীরা। এ নিয়ে সাধরণ নেতা কর্মীরা নানা শংকায় ভুগছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কালিয়ায় আওয়ামীলীগে বিভক্তি অনেক আগে থেকেই রয়েছে। একদিকে নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক, অন্যদিকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ কালিয়ার এমপি বিরোধী নেতা কর্মীরা। ওই দ্বন্দ এতদিন প্রকাশ্য রূপ না নিলেও গত ১৫ অাগস্ট এমপি সমর্থিতদের আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভার পাল্টা আলোচনা সভার আয়োজন করে নড়াগাতি থানা আওয়ামীলীগের সভাপতি মফিজুল হক সহ তার সমর্থকরা গত ২৪ অাগস্ট । নড়াগাতি বাজার মাঠে আয়োজিত ওই সভায় জেলার শীর্ষ নেতারাও যোগ দেন। ওই সভায় বক্তারা এমপি কবিরুলের মরহুম পিতা সাবেক এমপি এখলাছ উদ্দিন আহমেদ সহ তার সম্পর্কে নানা কটুক্তি করেন বলে অভিযোগ করে পর দিন ২৫ অাগস্ট সকালে এমপি সমর্থক ছাত্রলীগ ও যুবলীগ পৌর শহরে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এবং বিকালে হামিদ পুর ইউনিয়নে আলোচনা সভা করে। কটুক্তির প্রতিবাদে বুধবার বিকালে এমপি সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুভাষ চন্দ্র বোষ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, মোঃ শাহীদুল ইসলাম শাহী ও নড়াগাতি থানা আওয়ামীলীগের সভাপতি হাজি মফিজুল হককে এলাকায় প্রতিহত করা সহ বিতাড়িত করার ঘোষণা দেন এমপি কবিরুল হক। এবং সুভাষ চন্দ্র বোষ, নিজাম উদ্দিন খান নিলু ও হাজি মফিজুল হকের কুশ পুত্তলিকা দাহ করা হয়। নড়াগাতি থানা আওয়ামীলীগের সভাপতি হাজি মফিজুল হক বলেছেন, তিনি নড়াইল জেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতীয় শোক দিবস পালনের জন্য ২৪ অাগস্ট আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ছিলেন। তার সভায় নেতাকর্মীদের আসতে পথে পথে বাধা দেয়া হয়েছে। কর্মীদের মারধর করে ৪ জনকে আহত করেছে এমপির স্নেহভাজন কালিয়ার উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান। শুধু তাই নয় রাস্তায় দাঁড়িয়ে শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতংকও সৃষ্টি করেছে খান শামীম রহমান। এমপি ও তার পিতার সম্পর্কে কেউ কটুক্তি করেনি। বক্তারা যা বলেছে তা কেবল মাত্র পুঞ্জিভুত ক্ষোভের বহিঃপ্রকাশ। খান শামীম রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি বলেছেন, জেলা নেতৃবৃন্দের সহ কিছু কুচক্রিরা আমার মরহুম পিতার সম্পর্কে যে মিথ্যাচার করেছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। কালিয়ার আওয়ামীলীগের মধ্যে কোন বিভেদ নেই। আমার পিতাকে জড়িয়ে আমার সম্পর্কে ২৪ অাগস্টের শোক সভায় বক্তারা যে অশালীন বক্তব্য দিয়েছেন তাতে আহত আমার পিতা ও আমার ভক্ত সমর্থকরা যে প্রতিবাদ করছেন তা তাদের নিজস্ব প্রতিক্রিয়া।

(এমএইচএম/পি/অাগস্ট ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test