E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ইভটিজিং এর শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

২০১৫ আগস্ট ২৭ ১৮:৩৫:১৩
মাদারীপুরে ইভটিজিং এর শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার পাচখোলা গ্রামে বুধবার রাতে এক স্কুলছাত্রী ইভটিজিং এর শিকার হয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাচখোলা গ্রামের সিরাজ মাতুব্বরের মেয়ে পাচখোলা মুক্তিসেনা হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী আজমেরি আক্তার কিরণকে একই গ্রামের লতিফ সরদারের ছেলে ঐ স্কুলের নবম শ্রেণীর ছাত্র সম্রাট সরদার বিরক্ত করতো।

১৯ আগস্ট বখাটে সম্রাট স্কুলের টিফিনের সময় আজমেরিকে জোর করে টেনে নিচ তলা থেকে দোতালার অস্টম শ্রেণির একটি কক্ষে নিয়ে যায়। এই ঘটনার পর সে ২২ আগস্ট অধ্যক্ষ আবুল বাশার মিয়ার কাছে একটি লিখিত অভিযোগ দেন। অধ্যক্ষ এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেন। ঐ কমিটি এর সত্যতা পেলে উভয় পক্ষের অভিভাবক, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা মিলে আগামী রবিবার স্কুলে বৈঠকের স্বিদ্ধান্ত হয়।

কিন্তু ঐ দিনই সন্ধ্যায় আজমেরি ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তাদের পরিবারের লোকজন আত্মহত্যা করেছে জানিয়ে লোকলজ্জার ভয়ে দাফনের সিদ্ধান্ত নেয়। পুরো ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করে।

এই ঘটনার খবর পেয়ে মাদারীপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে এই ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ করেনি বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আক্তার হোসেন সেন্টু ইভটিজিং এর ব্যাপারটি নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে আগামী রবিবার সবাইকে নিয়ে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার কথা ছিলো। কিন্তু এর আগেই সে আত্মহত্যা করেছে। তবে কেন আত্মহত্যা করলো আমি ঠিক বলতে পারবো না।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

(এএসএ/এলপিবি/আগস্ট ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test