E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিদ্বগ্ধ হয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

২০১৫ আগস্ট ২৮ ১৬:৪৫:৪০
দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিদ্বগ্ধ হয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিদ্বগ্ধ হয়ে মিনু বেগম (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, স্বামীর উপর অভিমান করে গায়ে পেট্রোল ঢেলে সে আত্মহত্যা করেছে, আর মিনু’র বাবা অভিযোগ করেছেন, তার স্বামী তাকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন।

নিহত মিনু বেগম নবাবগঞ্জ উপজেলার সরাইপাড়া গ্রামের মনজুরুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সুত্রের উদ্ধৃতি দিয়ে নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপনে মোবাইলে অন্যজনের সাথে কথা বলছিলো মিনু বেগম। এ বিষয়ে মিনুর স্বামী মনজুরুল ইসলাম সন্দেহপ্রবণ হয়ে তাকে গালিগালাজ ও মারধর করে। এই অভিমানে মিনু বেগম ঘরের দরজা বন্ধ করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। পরিবারের লোকজন অগ্নিদ্বগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনু বেগমের মৃত্যু হয়।

এদিকে মিনু বেগমের পিতা একই গ্রামের মাহবুবুর রহমান অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই মিনু বেগমকে নির্যাতন করতো স্বামী মনজুরুল ইসলাম। আর এই নির্যাতনের এক পর্যায়ে গতরাতে মিনুর গায়ে আগুন জ্বালিয়ে দেয় তার স্বামী। স্বামীই তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দাবী করেছেন তিনি।

শুক্রবার বিকেল পর্যন্ত লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়ীতে পৌছেনি। আর এ কারনে নবাবগঞ্জ থানায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। ##


(এটি/এসসি/অঅগস্ট২৮,২০১৫)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test