E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু খলিল নিহত, ১২টি আগ্নেয়াস্ত্র ও ১১৪ রাউন্ড গুলি উদ্ধার

২০১৫ আগস্ট ৩১ ১২:৪৪:৫১
সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু খলিল নিহত, ১২টি আগ্নেয়াস্ত্র ও ১১৪ রাউন্ড গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের পূর্ব সুন্দরবনে কথিত বদুকযুদ্ধে বনদস্যু মনির বাহিনীর বন্দুক যুদ্ধে বাহিনীর সেকেন্ড ইন কমান্ড খলিল (৩০) নিহত হয়েছে। সোমবার ভোরে সুন্দরবনের শরনখোলা রেঞ্জের চান্দেশরের দরজার খাল এলাকায় র‌্যাব-৮ সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলবারুদ উদ্ধার করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরমঞ্জামের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনরে ১২টি আগ্নেয়াস্ত্র, ১১৪ রাউন্ড তাজা গুলি, ৩০ রাউন্ড গুলির খোসা, ৬টি ধারালো অস্ত্র, ২টি মোবাইল সেট, ৩টি সিম কার্ড ও দস্যুদের ব্যবহৃত টোকেন।

র‌্যাব-৮ এর সিও (অধিনায়ক) লে: কর্ণেল ফরিদুল আলম জানান, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দরজার খাল এলাকায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব সদস্যরা অন্যান্য দিনের মত নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় দরজার খালে পূর্ব থেকে অবস্থান নেয়া বনদস্যু মনির বাহিনী সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় উভয়ের মধ্যে প্রায় আধ ঘন্টা ধরে চলা বন্দুক যুদ্ধের এক পর্যায়ে বাহিনীর সেকেন্ডে ইন কমান্ড খলিল (৩০) ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। বাহিনীর অন্য সদস্যরা বনের গহীনে পালিয়ে যায়। স্থানীয় জেলেরা নিহতের লাশ দেখে বনদস্যু খলিল বলে চিহ্নিত করে। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে ১২টি অস্ত্র, ১১৪ রাউন্ড তাজা গুলি, ৩০ রাউন্ড গুলির খোসা, ৬টি ধারালো অস্ত্র, ২টি মোবাইল সেট, ৩টি সিম কার্ড ও দস্যুদের ব্যবহৃত টোকেন উদ্ধার করেছে র‌্যাব।
নিহত বনদস্যু খলিলের বাড়ী বরগুনার পাথরঘাটা বলে জানাগেছে। আগ্নেয়াস্ত্রসহ নিহত বনদস্যুর লাশ শরণখোলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।




(একে/এসসি/অঅগস্ট৩১,২০১৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test