E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে বাবার বাড়িতে বেড়াতে এসে মেয়ে খুন, স্বামী গ্রেপ্তার

২০১৫ সেপ্টেম্বর ০১ ১৮:৪২:৪১
কালীগঞ্জে বাবার বাড়িতে বেড়াতে এসে মেয়ে খুন, স্বামী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর কালীগঞ্জে বাবার বাড়িতে বেড়াতে এসে খুন হয়েছেন মেয়ে প্রিয়াংকা চন্দ্র রায় (২২)।

এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী মঙ্গলবার সকালে স্বামী শংকর চন্দ্র করকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামে।

আটক শংকর চন্দ্র নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন গ্রামের মৃত সুনীল চন্দ্র করের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

পরিবার সূত্রে জানা গেছে, শংকরের সাথে ৮ মাস আগে প্রিয়াংকার বিয়ে হয়। বিয়ের পর নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলে আসছিল। শংকর কথায় কথায় স্ত্রীকে মারধর করতেন। সোমবার সকালে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে আসে। রাত আড়াইটা তিনটার দিকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে আবার থেমেও যায়। মঙ্গলবার সকাল ৮টার দিকে ডাকতে গিয়ে মা আশা রায় দেখেন বিছানায় মেয়ে প্রিয়াংকার রক্তাক্ত লাশ পড়ে আছে। বিছানার আরেক পাশে জামাই শংকর চন্দ্র শুয়ে আছে। ঘরের মেঝেতে ভাত-তরকারী ছড়ানো ছিটানো। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে শংকরকে আটক করেন এবং থানায় খবর দেয়।

আটক শংকর চন্দ্র জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, সে স্ত্রী প্রিয়াংকার কাছে ৪০ হাজার টাকা রেখেছিল। ওই টাকা চাইলে দিতে পারেনি প্রিয়াংকা। এ নিয়ে তাদের মধ্যে ঘটনার সোমবার রাতে ঝগড়া হলেও সে খুন করেনি। তার দাবি, প্রিয়াংকা অত্মহত্যা করেছে।

কালীগঞ্জ থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, নিহতের গলা এবং শীরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাত এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা অনিল চন্দ্র রায় বাদী মামলা দায়ের করেছেন। স্বামী শংকর চন্দ্রকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

(এসএএস/এলপিবি/আগস্ট ১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test