E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফেসবুকে কটুক্তি করায় বান্দরবানে আটক ২

২০১৫ সেপ্টেম্বর ০২ ১৩:২৩:০৫
ফেসবুকে কটুক্তি করায় বান্দরবানে আটক ২

বান্দরবান প্রতিনিধি :সাইবার ক্রাইম ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সামাজিক গণমাধ্যম ফেসবুকে কটুক্তি করায় সাবেক পৌর মেয়র ও আওয়ামীলীগের বহিস্কৃত নেতা আইনজীবী মোঃ মিজানুর রহমান বিপ্লব কে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃত মিজানুর রহমানের হাতে পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকনের মোবাইল ফোন পাওয়ায় তাকে থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আমির হোসেন জানান, ঢাকা সাইবার ক্রাইমের পরিচালক ম্যাজিষ্ট্রেট তানভির হাসান এর নেতৃত্বে বান্দরবান সদর থানার পুলিশ গতরাতে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযানে নামে। এই অভিযানের অংশ হিসেবে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লবকে আটক করে।

এসময় একতা প্রিন্টার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি কম্পিউটার জব্ধ করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, পৌর কাউন্সিলর হাবিবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন আটককৃত মিজানুর রহমানের কাছে থাকায় থাকায় তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এ ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকলে তাকে ছেড়ে দেয়া হবে। সাইবার ক্রাইম ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একটি সুত্র জানায়, গত কয়েকদিন ধরে আটক এ্যাড. মিজানুর রহমান বিপ্লব বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে ফেসবুকে নানা ধরনের কটুক্তি করে আসছিল। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে বলে অপর একটি সুত্র দাবী করেছে।

(এএফবি/এসসি/সেপ্টেম্বর০২,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test