E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় অতিবর্ষণে ধসে পড়েছে মাটির ঘর,আহত২, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০১৫ সেপ্টেম্বর ০২ ১৬:৩২:০৩
কাপাসিয়ায় অতিবর্ষণে ধসে পড়েছে মাটির ঘর,আহত২, ব্যাপক ক্ষয়ক্ষতি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :কাপাসিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গত কয়েক দিনের অতি বর্ষনে মানুষের বসবাসকারী ২০ বাড়ী ঘর সম্পুর্ণ ধসে পড়েছে। ধসে পড়ার সময় মাটি চাপায়
আশকর আলী ও ফখরুল ইসলাম নামে দুই বয়োবৃদ্ধ ব্যক্তি গুরুতর  আহত হয়েছেন।

সরেজমিনে পরিদর্শনে জানা যায়, অতি বৃষ্টিতে গত দুইদিনে দুর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামের জসিমউদ্দিন সিকদার, কফিলউদ্দিন সিকদার, ফখরুল ইসলাম, বেগুনহাটি গ্রামের সেলিম খন্দকার, নুরজ্জামান খন্দকার, আব্দুল আজিজ খন্দকারের একাধিক মাটির ঘর আকস্মিক ধ্বসে পড়ে। তাছাড়া পাশর্বর্তী বাড়ৈগাঁও গ্রামের কৃষক আশকরআলী, মোমেন মিয়া, ইসমাইল দেওয়ান, ফেটালিয়া গ্রামের মতিউর রহমান, রাওনাট গ্রামের ফাইজুল মোল্লা, আনোয়ার মোল্লার ঘর বাড়ী ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে।

মাটির দেয়াল ধসে আসবাপত্রের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান কয়েক লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে এলাকাবাসী জানায়। ঘর বাড়ী ধসের সংবাদ পেয়ে আজ বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান এড. রেজাউর রহমান লস্কর মিঠু, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ ইউনুস আলী মোল্লাসহ স্থানীয় দলীয় নেতা কমীরা বিধ্বস্ত ঘর- বাড়ী পরিদর্শন করেছেন। একমাত্র আশ্রয়স্থল মাটির ঘরটি ভেঙ্গে পড়ায় দরিদ্র কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। বিধ্বস্ত ও স্মৃতিবিজড়িত ঘরের পাশে দাড়িয়ে অনেক মানুষকে বিলাপ করতে দেখা গেছে।

স্থানীয় তারাগঞ্জ কলেজের অধ্যাপক ও কাপাসিয়ার ইতিহাস গবেষক শামসুল হুদা লিটন জানান, মাটির ঘর কাপাসিয়ার ঐতিহ্য। দিন দিন এ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। অতি বৃষ্টি ও পরপর ভ’মিকম্পের কারনে মাটির ঘর ভেঙ্গে পড়ছে এবং আরো ঘর ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে।


(এসডি/এসসি/সেপ্টেম্বর০২,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test