E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে দুলাভাই ও তার প্রতিবেশীকে খুন, শ্যালকের ফাঁসির আদেশ

২০১৫ সেপ্টেম্বর ০২ ১৮:৪১:২৬
গাজীপুরে দুলাভাই ও তার প্রতিবেশীকে খুন, শ্যালকের ফাঁসির আদেশ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দুলাভাই ইসমাইল হোসেন ও তার প্রতিবেশী বেলাল হোসেনকে খুনের দায়ে শ্যালক বদরুল ইসলামকে ফাঁসি ও যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক ওই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত বদরুল ইসলাম (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের আ: হামিদের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, টঙ্গীর আরিচপুরের বউ বাজারের লাতিফ গাজীর বাড়ীর পাশাপাশি ঘরে ভাঙ্গাড়ি মালের ব্যবসায়ী ইসমাইল হোসেন (৩৫) ও বেলাল হোসেন (৩২) ভাড়া থাকতেন। ২০১০ সালের ১৫ জুন বিকেলে বখাটে বদরুল বোনের বাসায় বেড়াতে এসে দুলাভাইয়ের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে সে ইসমাইলকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। তার চিৎকারে পাশের ঘরের বেলাল হোসেন এগিয়ে আসলেও বদরুল তাঁকেও ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। এক ফাঁকে ঘাতক বদরুল পালিয়ে যায়।

এ ঘটনায় বেলাল হোসেনের ভাই মো. ফজলু মিয়া বাদী হয়ে ওই দিন টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন গ্রামের বাড়ি রৌহা থেকে বদরুলকে গ্রেফতার করে পুলিশ।

তদন্ত শেষে এসআই রাজিউর রহমান বদরুল ইসলামকে অভিযুক্ত করে ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৩ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য প্রদান করেন। বিচারক স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে বদরুল ইসলাম দোষী স্বাব্যস্ত করে দুলাভাই ইসমাইল হোসেনকে হত্যার দায়ে মৃত্যুদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা এবং বেলাল হোসেনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট হুমায়ুন কবির এবং সরকার পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ।

(এসএএস/এলপিবি/সেপ্টেম্বর ২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test