E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মামলা প্রত্যাহার করতে বাদীর বাড়িতে হামলা ভাংচুর,আহত ৫ জন

২০১৫ সেপ্টেম্বর ০৩ ১৬:৪৮:৩১
মামলা প্রত্যাহার করতে বাদীর বাড়িতে হামলা ভাংচুর,আহত ৫ জন

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):চাঁদাবাজি, হামলা ও লুটপাট মামলার আসামীদের আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশে ক্ষিপ্ত হয়ে মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে বাদি ও তার পরিবার সদস্যদের উপর পুনরায় হামলা চালিয়ে ভাংচুর করেছে মামলার অপর আসামী ও তাদের পরিবার সদস্যরা।  

হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে। ঘটনায় থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, খাজুরিয়া গ্রামের আ. রহিম মিয়ার ছেলে সুমন মিয়া কর্তৃক ২৯ আগষ্ট মামলা নং ১০, জিআর ৭৯/১৫) চাঁদাবাজি, হামলা ও লুটপাটের মামলার আসামীরা বুধবার আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করে। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত এজাহার নামীয় ৮জন আসামীর মধ্যে ১নং আসামী হারেচ খন্দকারের ছেলে হারুন কন্দকার (৩০) ও ৪নং আসামী হাচেন মিয়ার ছেলে মাওলা মিয়া (৪৫)এর জামিন না মঞ্জুর করে শিহাব উদ্দিনের আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সূত্র মতে, অভিযুক্ত মাওলা ও তার নিজস্ব বাহিনী দ্বারা ওই এলাকায় দখল, ধর্ষণ, চাঁদাবাজি, হামলা ভাংচুর, লুটপাট ও সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। মাওলা নিজেকে থানার সোর্স পরিচয়ে সাধারণ জনগনের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করেছে। তার কথামত না চললে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে সাধারণ জনগনকে। এসংক্রান্ত বিস্তর লেখালেখিও হয়।

আদালতে তাদের জামিন বাতিলের নির্দেশ ফোনে বাড়ি জানালে জামিন না পাওয়া আসামী হারুনের স্ত্রী রুমা খন্দকার, গোলাম মাওলার স্ত্রী কুলসুম বেগম, এজাহার নামীয় আসামী হাবিব মিয়ার স্ত্রী কল্পনা বেগম, হাবিব মিয়ার ছেলে রাসেল মিয়া, পারুল বেগম, মাসুদা বেগম, লিমা আক্তার দুই দিনের মধ্যে মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে দুপুরেই সুমনের বসত ঘরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বসত ঘরের ব্যাপক ক্ষতি সাধন করে তারা।

এসময় হামলাকারীদের হাতে সুমনের বাবা রহিম মিয়া (৫৫), মা পারুল বেগম (৫০) চাচা বজলুলহক মন্টু (৫০) চাচী হেনা বেগম (৪৫) বোন প্রিয়া আক্তার (২২) আহত হয়। মামলা প্রত্যাহারে হুমকি ও হামলা ভাংচুরের ঘটনায় রাতেই সুমন মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসআই হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে হামলা ও মারধরের সত্যতা পেয়েছেন বলে জানান।

(এসআরডি/এসসি/সেপ্টেম্বর০৩,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test