E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় যৌন হয়রানীর প্রতিবাদ করায় সংঘর্ষ, আহত ১২

২০১৫ সেপ্টেম্বর ০৪ ১৫:৫৩:১৯
আগৈলঝাড়ায় যৌন হয়রানীর প্রতিবাদ করায় সংঘর্ষ, আহত ১২

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর প্রতিবাদ করায় বখাটেদের হামলায় অন্তস্বত্তা মহিলাসহ সংখ্যালঘু অধ্যূষিত ওই গ্রামের কমপক্ষে ১২ জন গ্রামবাসী আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়েও ঘটনাস্থলে না যাওয়ার অভিযোগ রয়েছে। স্কুলের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আহত, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার সাহেবেরহাট বাজারের ব্যবসায়ি ও স্থানীয় বাসিন্দা সংখ্যালঘু মন্টু হালদারের বারপাইকা স্কুলের ১০ম শ্রেণী পড়ুয়া মেয়েকে যৌন হয়রানী করে আসছিল পশ্চিম বারপাইকা গ্রামের আলমগীর শাহ’র ছেলে নিশাত শাহ (২২)। তাকে সহয়তা করে আসছিল একই এলাকার বিএনপি ক্যাডার ও হরতালে পেট্রোল দিয়ে গাড়ী পোড়া মামলার আসামী আনোয়ার শাহ’র ভাই রহিম শাহ তার বন্ধু একই এলাকার মতি মোল্লার ছেলে মশিউর মোল্লা।

গত বৃহস্পতিবার ওই ছাত্রী স্কুলে আসার পথে তাকে যৌন নিপীড়নের সময় বারপাইকা স্কুল সংলগ্ন বাড়ির গোবিন্দ সরকার এর প্রতিবাদ করে।

বৃহস্পতিবারে গোবিন্দর প্রতিবাদের জের ধরে শুক্রবার বেলা ১২টার দিকে উল্লেখিত তিন বখাটের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল আকস্মিক গোবিন্দর বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায়। এ সময় গোবিন্দকে বাঁচাতে এগিয়ে আসে একই এলাকার তপন বল্লভ ও তার অন্তস্বত্বা স্ত্রী কনিকা বল্লভ।

হামলাকারীরা তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এলাকায় হৈচৈ শুনে হামলাকারীদের প্রতিহত করতে এসে তাদের হামলার স্বীকার হয়ে আহত হন ওই গ্রামের জয়ন্ত বল্লভ (২০), পলাশ বাড়ৈ (১৮) নান্টু কীর্তুনীয়া (২২) কমলেশ বাড়ৈ (২৫), পলাশ মন্ডল (২৩), ইভেন বাড়ৈ (২০), লিটন পান্ডে (২৫), বিপুল বাড়ৈ (২৩) লিটন বাড়ৈ (২০)সহ অন্তত ১২জন গ্রামবাসী। গুরুতর আহতাবস্থায় তপন বল্লভ ও তার স্ত্রী কনিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা চলাকালীন ওসিকে বিষয়টি অবহিত করলেও থানা থেকে কোন পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে আহতরা অভিযোগ করেন।

বারপাইকা স্কুল কমিটির সভাপতি রবিন্দ্র নাথ হালদার ও প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ জানান, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ ব্যাপার রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন করে ওসি মনিরুল ইসলাম বলেন, আহতদের চিকিৎসা করা হচ্ছে। তিনি বিষয়টি দেখবেন বলেও জানান।

(টিবি/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test