E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীসহ গ্রেফতার ২

২০১৪ মে ২৪ ০৮:৩১:০৭
বগুড়ায় গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীসহ গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া গ্রামে জেসমিন বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- জেসমিনের স্বামী জাহাঙ্গীর আলম ও তার দাদা জসিম উদ্দীন।

মামলা সূত্রে জানা গেছে, ৯ বছর আগে নওগাঁ জেলার রানীনগর উপজেলার জসিম উদ্দীনের মেয়ে জেসমিন বেগমের সঙ্গে ৭০ হাজার টাকা যৌতুক দিয়ে আদমদীঘির বশিকোড়া গ্রামের ফুলবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দিনগত রাত ১১টার দিকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে জেসমিনকে তার স্বামী, শাশুড়িসহ অপর আসামিরা নির্মমভাবে শারীরিক নির্যাতন করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মুমূর্ষু অবস্থায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার দুপুরে আদমদীঘি থানায় নিহতের বাবা জসিম উদ্দীন বাদী হয়ে জেসমিনের স্বামী, শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করলে শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে জাহাঙ্গীর আলম ও দাদা জসিম উদ্দীনকে গ্রেফতার করে পুলিশ।

(ওএস/এইচআর/মে ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test