E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বান্দরবানে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

২০১৫ সেপ্টেম্বর ০৪ ২১:৪২:৩৪
বান্দরবানে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

বান্দরবান প্রতিনিধি :পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন,‘বুলেটের চেয়েও ছবির ক্ষমতা অনেক বেশি। একটি বুলেট একজন শত্রু মারতে পারে আর একটি ছবি সারাবিশ্বকে কাঁপাতে পারে। ছবি মানুষের মনের কথাগুলো তুলে ধরে। প্রকৃত ঘটনাকে উপস্থাপন করে, যা অনেকাংশে লেখনির মাধ্যমেও ফুটিয়ে তোলা যায় না।’তিনি আরোও বলেন,‘সমাজে ভাল-মন্দ ও ভুল-ভ্রান্তি থাকবে। সবকিছুকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের কথা এবং দেশের মানুষের কথা ভাবতে হবে। নিজের মধ্যে ঘুমিয়ে থাকা দেশপ্রেমকে জাগ্রত করতে হবে।

শুক্রবার বিকালে বান্দরবান প্রেসক্লাবে জাতীয় গণমাধ্যম ইনিষ্টিটিউটের ব্যবস্থাপনায় ৩দিন ব্যাপী সাংবাদিকদের নিয়ে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক দক্ষতা বৃদ্ধি, জন্মনিবন্ধন এর গুরুত্বের উপর সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক এ.কে.এম শামীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহম্মদ চৌধুরী, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান ইউনিসেফের কর্মকর্তা ইফতেখার আলম এবং রাংগামাটি প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের প্রশিক্ষক মোঃ হাসিম রেজা, নজরুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক মিনারুল হক, সাবেক সভাপতি মো.বাদশা মিঞা মাষ্টার ও এ.কে.এম জাহাঙ্গীরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রেসক্লাবে তথ্যমন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনিষ্টিটিউটের ব্যবস্থাপনায় ২ সেপ্টেম্বর থেকে ৩দিন ব্যাপী আয়োজিত কর্মশালায় বান্দরবান জেলার ৬ উপজেলা থেকে আগত ৩জন নারীসহ ২০ সাংবাদিক অংশগ্রহন করে।

জাতীয় গণমাধ্যম ইনিষ্টিটিউটের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১০জন প্রশিক্ষক অংশগ্রহন কারীদেরকে প্রশিক্ষন দেন। শুক্রবার বিকেল পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।



(এএফবি/এসসি/সেপ্টেম্বর০৪,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test