E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু সাফারী পার্কে দর্শণার্থীর উপর হামলা:ফাঁকা গুলি, আহত ১০

২০১৫ সেপ্টেম্বর ০৪ ২১:৪৫:৪০
বঙ্গবন্ধু সাফারী পার্কে দর্শণার্থীর উপর হামলা:ফাঁকা গুলি, আহত ১০


গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারী পার্কে শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনায় স্থানীয় একদল দর্শনার্থী অপর একদল দর্শনার্থীর উপর দু’দফা হামলা চালায়। তারা পুরো পার্কে নৈরাজ্য সৃষ্টি করে। এ সময় দর্শনার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে সাফারী পার্ক কর্র্তৃপক্ষ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

জানা যায়, ঢাকার তেজগাঁও থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিলিয়ে ৬ যুবক শুক্রবার দুপুরে সাফারী পার্কে বেড়াতে আসে। শ্রীপুরের মাওনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং পৌরসভার মুলাইদ এলাকার আলাল মাষ্টারের ছেলেমেয়েও পার্কে বেড়াতে যায়। বিকেল তিনটার দিকে আলাল মাষ্টারের পরিবারের সদস্যরা পার্কের ঝুলন্ত ব্রীজে লাফালাফি করার সময় ওই যুবকরাও সেখানে যায়। তরুণীরা বেপরোয়া লাফালাফি করার সময় যুবকরা বারন করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক বাঁধে। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বাঁধে। আলাল মাষ্টারের পরিবারের লোকজন ঘটনাটি মোবাইল ফোনে আত্মীয়-স্বজন ও বন্ধুদের জানায়। কিছুক্ষনের মধ্যেই তাদের ৫০-৫৫ জন সহযোগী মোটরসাইকেলে করে সাফারী পার্কে আসে। তারা মিলনায়তনের সামনে ঢাকার যুবকদের পেয়ে বেদম মারপিট শুরু করে। যুবকদের ডাকচিৎকার ও দৌড়াদৌড়িতে পার্কের অন্য দর্শনার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে দিকবিদিক ছুটে শুরু করে। এ সময় পার্কের কর্মচারীরা রক্ষা করতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। পরে পরিস্থিতি মারাত্মক আকার ধারন করলে সাফারী পার্ক কর্তৃপক্ষ ৩ রাউন্ড ফাকাঁ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সাফারী পার্কের ইনচার্জ রেঞ্জ কর্মকর্তা শিবু প্রসাদ ভট্টাচার্য জানান, পরিস্থিতি সামাল দিতে রাইফেলের তিন রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ পৌছে দু’পক্ষকে পার্ক থেকে বের করে দেয় এবং ঢাকার ৬ যুবককে নিরাপদে বাসে তুলে দেয়। তারা মারধর ও হামলায় মারাত্মক আহত হয়েছে। তাদের নাম জানা যায়নি।

(এসএএস/এসসি/সেপ্টেম্বর০৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test