E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় শ্রী কৃষ্ণের জন্ম তিথী শুভ জন্মষ্টমী পালিত

২০১৫ সেপ্টেম্বর ০৫ ১৩:৪৮:০৮
আগৈলঝাড়ায় শ্রী কৃষ্ণের জন্ম তিথী শুভ জন্মষ্টমী পালিত

বরিশাল প্রতিনিধি: শনিবার আগৈলঝাড়ায় ধর্মীয় ভাবগাম্ভির্য ও বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণর জন্ম তিথী শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে সকাল ১১টায় কেন্দ্রীয় মন্দির থেকে উপজেলা শহরে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় হল রুমে পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, মুক্তিযোদ্ধা ড. নীল কান্ত বেপারী, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, অধ্যক্ষ রনজিত বাড়ৈ, শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, আবু সালেহ লিটন, অনিমেষ মন্ডল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বিপুল দাস প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ উপোষ থেকে ঢাক-ঢোল, কাশী, ঝাঝর, করতাল, শংখ বাজিয়ে বর্নাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় উপজেলা সদরের শ্রী শ্রী বিষ্ণু মন্দির, ইসকন মন্দির, রামানন্দের আঁক ইসকন মন্দির, বাকাল পঞ্চপল্লী গোবিন্দ মন্দিরসহ বিভিন্ন মন্দির সেবাশ্রমের হাজারো ভক্তরা উপস্থিত ছিলেন। বিভিন্ন মন্দিরে ভক্তরা মোক্ষলাভের আশায় ব্রত পালন, বিশেষ পূজার্চনা, ধর্মতত্ব আলোচনা, ভক্তিমুলক গান পরিবেশন, বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা শেষে প্রসাদ বিতরণ করা হয়েছে।

(টিবি/এলপিবি/সেপ্টেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test