E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

২০১৫ সেপ্টেম্বর ০৬ ১৪:৪৪:১৭
মাগুরায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

মাগুরা প্রতিনিধি: যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ‘দি হিউম্যানিটেরিয়ান এন্ড সেভিং লাইফ ট্রাস্ট’ (The HSLT) এর উদ্যোগে রবিবার দুপুরে মাগুরা জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণের আয়োজন করা হয়।

বেলা ১টায় মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিসি (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান লন্ডনের কমিউনিটি নেতা, সমাজ সেবক আশিকুর রহমান, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্ট মোঃ জাকির হোসেন, মাগুরা সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার দে, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ রফিকুল ইসলাম ও অন্যরা।

এ কর্মসূচির আওতায় মাগুরা সদর উপজেলা ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় ৫০টি হুইল চেয়ার শিশুসহ অসহায় প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয়।

এছাড়া সংগঠনের পক্ষ থেকে মাগুরা জেলার অসহায় অবহেলিত মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়ার ঘোষণা দেয়া হয়। এর মধ্যে HSLT গরীব শিশুদের শিক্ষা কেন্দ্র, HSLT স্বাস্থ্য কেন্দ্র, HSLT চক্ষু শিবিরসহ নানা ধরণের বেসরকারি উন্নয়নমূলক কর্মকান্ড অচিরেই শুরু হবে বলে জানানো হয়।

সভায় জানানো হয়- HSLT'র যুক্তরাজ্যের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিশেষ করে মাগুরার অসহায় দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নানা প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।

(ডিসি/এলপিবি/সেপ্টেম্বর ৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test