E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৪০ জেলে অপহৃত, উদ্ধার অভিযান শুরু

২০১৪ মে ২৪ ১৩:৪৩:৪৩
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৪০ জেলে অপহৃত, উদ্ধার অভিযান শুরু

বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর হারবাড়িয়া এলাকা থেকে মুক্তিপনের দাবিতে ৪০ জেলেকে অপহরণ করেছে  বনদুস্য আওয়াল (ওরফে ছোট)বাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে এই অপহরনের ঘটনা ঘটে।

বাগেরহাটের মংলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ির জেলে সমির মন্ডল জানান, শুক্রবার রাত ৯টার দিকে পুর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় শতাধিক জেলে মাছ আহরন করছিল। এসময় বনদস্যু আওয়াল বাহিনীর ১০/১২ জনের একটি সশস্ত্র দল জেলে বহরে হামলা চালিয়ে মাছ-জাল লুট করে মুক্তিপনের দাবিতে কমপক্ষে ৪০ জেলেকে অপহরনের পর গহীন অরন্যে নিয়ে গেছে।

শনিবার সকালে বনদস্যুরা জেলে সমির মণ্ডলকে পন্য সামগ্রী ক্রয় করায় জন্য মংলা শহরে পাঠালে এ অপহরনের কথা স্থানীয় সংবাদ কর্মীদের জানায়।

এব্যাপার শনিবার দুপুর ১ টার দিকে কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের অপারেশন অফিসার লে: কমান্ডার আলাউদ্দিন নয়ন জানান, সুন্দরবন বিভাগের একজন কর্মকর্তার মাধ্যমে ১০/১২ জন জেলে অপহরনের খবর শুনেছেন। এরপর অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।

(একে/জেএ/মে ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test