E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বান্দরবানে অগ্নিকান্ডে ১১টি ঘর পুড়ে ছাই

২০১৫ সেপ্টেম্বর ০৯ ১৭:৩৮:৪৭
বান্দরবানে অগ্নিকান্ডে ১১টি ঘর পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান বাজারে বুধবার দুপুর আড়াইটায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি ঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘরের মালিক।

পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানায়, আজ বুধবার দুপুরে বৈদুতিক চুলা থেকে শকসার্কিট হয়ে আগুন লাগে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুনের তীব্রতা বেশী থাকায় দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের পরিচালক আব্দুস সাত্তার জানান, বৈদুতিক শকসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। অগ্নিকান্ডের এই ঘটনায় ক্ষয়ক্ষতি কি পরিমান হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এই অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘরের মালিক মোঃ ইলিয়াছ।

এ ঘটনার পর জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরীসহ সামরিক বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।

(এএফবি/এলপিবি/সেপ্টেম্বর ৯, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test