E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দু’দিনব্যাপী ভুমিসেবা মেলা শুরু

২০১৫ সেপ্টেম্বর ১১ ১৭:৫০:৪৮
বাগেরহাটে দু’দিনব্যাপী ভুমিসেবা মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ২ দিনব্যাপী ভুমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুস সামাদ।

এর আগে মেলা উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ভুমি সেবার লিফলেট মোড়কের উম্মোচন করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো: জাহাংগীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ ভুমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাথাপিছুর জমির পরিমান কমেছে। এরপরও জমির মালিকানা নিয়ে রয়েছে নানা দ্বন্দ্ব। সঠিক ভাবে দাতা ও গ্রহিতাকে জমি বুঝে নিতে সচেতন হতে হবে। ভুমি মেলায় সেবা প্রদানকারী সরকারি বেসরকারি দপ্তরের ২৪টি স্টল অংশ নিয়েছে। ১২ সেপ্টম্বর বিকালে পুরস্কার বিতরনীর মাধ্যমে মেলার সমাপ্তি হবে।

(একে/এলপিবি/সেপ্টেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test