E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ অনুষ্ঠিত

২০১৫ সেপ্টেম্বর ১১ ১৮:০১:২৪
গৌরীপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ‘উন্নয়ন পাসওয়ার্ড-আমাদের হাতে’ শ্লোগানে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ বুধবার ও বৃহস্পতিবার উদযাপিত হয়।

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি।

বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম খায়রুল বাসার, প্রধান শিক্ষক ম. নুরুল ইসলাম, মোঃ এনামুল হক সরকার প্রমুখ।

মেলায় সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী। উপজেলা নির্বাহী অফিসার জনাব দূর-রে-শাহওয়াজ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, ওসি আখতার মোর্শেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহজাদী, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা প্রমুখ।

মেলায় বিজয়ী ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার হিসেবে সনদ পত্র প্রদান করা হয়। মেলায় রিসেন্ট কম্পিউটার, শুভ কম্পিউটার, ইকরা এডুকেশন, লোটাস কম্পিউটার, সাগর টেলিকম, উপজেলা শিক্ষা অফিস, বাংলাদেশ মহিলা উন্নয়ন সমিতি, আরকে উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা, প্রিন্স মোবাইল, নুরুল আমিন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, উপজেলা কৃষি অফিস, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, একটি বাড়ি একটি খামার, পল্লী দারিদ্র্য বিমোচন, মা-বাবার দোয়া কম্পিউটার, ইউসিসি মইলাকান্দা, গৌরীপুর, অচিন্তপুর, মাওহা, সহনাটী, বোকানইগর, রামগোপালপুর, ডৌহাখলা, সিধলা, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, গৌরীপুর সরকারি কলেজসহ ২৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

(এসআইএম/এলপিবি/সেপ্টেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test