E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে অন্তঃস্বত্তা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

২০১৫ সেপ্টেম্বর ১২ ১৫:১৭:৪৪
গৌরীপুরে অন্তঃস্বত্তা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর গ্রামের ৩মাসের অন্তঃস্বত্তা গৃহবধূ জনি আক্তার (১৯)কে পিটিয়ে হত্যার অভিযোগে শুক্রবার তার স্বামী হারিছ মিয়া (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ।

ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মচিমহা মর্গে প্রেরণ করেছে।

নিহত জনি আক্তারের মা হোসনে আরা জানান, একই গ্রামের তোতা মিয়ার পুত্র হারিছ মিয়া প্রায় ১ বছর পূর্বে তাঁর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পরে পারিবারিকভাবে এ সম্পর্কের স্বীকৃতি দেয়া হয়। সালিশের মাধ্যমে মেয়ে জনি আক্তারকে ওই বাড়িতে নিয়ে গেলেও হারিছের বাবা মেনে নেয়নি। এরপরও তার মেয়ে স্বামীর বাড়িতেই থেকে সংসার করছিল। প্রায় একমাস পূর্বে স্বামী-স্ত্রী ঝগড়া করলে মেয়ে বাড়িতে চলে আসে। তার শ্বাশুড়ী মিলনী আক্তার এসে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে রান্নাবান্না শেষে স্বামীর খাবার নিয়ে জনি আক্তার শ্বশুর বাড়িতে চলে যায়। তিনি মেয়েকে ঐ বাড়িতে দিয়ে আসেন। সকালে খবর দেয় তাঁর মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জনির শরীরের একাধিক আঘাতে দাগ রয়েছে।

শরীরে একাধিক আঘাতে দাগ রয়েছে উল্লেখ্য করে গৌরীপুর থানার ওসি (তদন্ত) মোর্শেদুল হাসান খান জানান, ধারনা করা হচ্ছে বৃহষ্পতিবার রাতে জনি আক্তারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। তদন্তে হত্যাকান্ডের রহস্য বেড়িয়ে আসবে।

এ ঘটনায় নিহতের স্বামী হারিছ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা না সে আত্মহত্যা করে স্বীকার করে হারিছ মিয়া জানান, আমার শ্বশুরই আমাকে পকেটকাটা শিখিয়েছে।

(এসআইএম/এলপিবি/সেপ্টেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test