E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ডিজিটাল মেলার সমাপনি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০১৫ সেপ্টেম্বর ১২ ১৭:৪১:১৬
বাগেরহাটে ডিজিটাল মেলার সমাপনি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি: বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারী-বেসরকারী অফিস ও আদালতসহ সকল স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য ইন্টারনেট শিক্ষার ব্যবস্থা করেছে।

যার মাধ্যমে তারা মেধার বিকাশ ঘটিয়ে দেশের মেধাবী নাগরিক হিসাবে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে। এ লক্ষেই সরকার বিভিন্ন পরিকল্পনাসহ নানান পদক্ষেপ গ্রহণ করেছে।

শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার সমাপনি পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদরের এমপি আলহাজ্ব এ্যাডঃ মীর শওকাত আলী বাদশা একথা বলেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ মামুন উল হাসান, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান এ্যাডঃ পারভীন আহম্মেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজগর আলী, সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মীর ফজলে সাঈদ ডাবলু, অজয় কুমার চক্রবর্তী।

সভাশেষে মেলায় বিভিন্ন ডিজিটাল সেবা প্রদানকারী সরকারি বেসরকারি দপ্তরের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে সরকারী বেসরকারী কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। মেলায় বিভিন্ন ডিজিটাল সেবা প্রদানকারী সরকারি বেসরকারি দপ্তরের ২৪টি স্টল অংশ নেয়।

(আরআই/এলপিবি/সেপ্টেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test