E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দূর্নীতি বিরোধী বাইসাইকেল র‌্যালি

২০১৫ সেপ্টেম্বর ১২ ১৮:১২:১৬
বাগেরহাটে দূর্নীতি বিরোধী বাইসাইকেল র‌্যালি

বাগেরহাট প্রতিনিধি: ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য দূর্নীতি রুখবেই’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাট সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এর উদ্যোগে দূর্নীতি বিরোধী বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বাগেরহাট শহরে এই বাইসাইকেল র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

দুর্নীতিবরোধী এই বাইসাইকেল র‌্যালির উদ্বোধন করেন সনাক বাগেহাট‘র সভাপতি এ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু। অন্যান্যদের মধ্য অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন, খোন্দকার আছিফউদ্দিন রাখী, মোরশেদুর রহমান সাগর প্রমুখ।

র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সনাক ও স্বজনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। র‌্যালিটি বাগেরহাট স্বাধীনতা উদ্যান হতে শুরু হয়ে শহীদ মিনারে পাশ দিয়ে পুরাতন বাজার হয়ে সরকারি পিসি কলেজের সামনে দিয়ে যদুনাথ ইন্সস্টিটিউট হয়ে মিঠাপুকুর ঘুরে আলিয়া মাদ্রাসা রোড দিয়ে খারদ্বার মল্লিক বাড়ি মোড়স্থ সনাক বাগেরহাট অফিসে এসে শেষ হয়। এ সময় দুর্নীতিবিরোধী বিভিন্ন শ্লোগান প্রচার করা হয়। র‌্যালিতে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস এর সদস্য ছাড়াও বাগেরহাটের বিভিন্ন কলেজের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সনাক অফিসে র‌্যালিতে অংশগ্রহণকারীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধে যুব সমাজের করণীয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

(একে/এলপিবি/সেপ্টেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test