E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট সরকারী স্কুলে ১৮শ’ ছাত্র সুপেয় পানির সংকট 

২০১৫ সেপ্টেম্বর ১৩ ১৮:৫২:১৯
বাগেরহাট সরকারী স্কুলে ১৮শ’ ছাত্র সুপেয় পানির সংকট 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ে দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট।

বিদ্যালয়ে প্রায় ২০ বছর আগের এক মাত্র টিউবয়েলর পানিতে মাত্রাতিরিক্ত আয়রন থাকায় তা পানের অযোগ্য হয়ে পড়ায় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তৈরী করা পিএসএফটি নষ্ট হয়ে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে। এদিকে তীব্র সুপেয় পানি সংকটে থাকা বিদ্যালয়ের প্রায় ১৮শ শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা হলে তারা জানান, বিদ্যালয়ে এক মাত্র টিউবয়েলের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন উঠার কারণে ছাত্ররা তা পান করতে পারছে না। অন্যদিকে টিউবয়েরের বিকল্প পিএসএফটিও (পানি বিসুদ্ধ করন ফিল্টার) দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। আর সুপেয় পানির অভাবে বিদ্যালয়ে আগত ছাত্ররা পড়ছে নানা বিরম্বনায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন জানান, বিদ্যালয়ের ১ হাজার ৮শ ছাত্রের জন্য মাত্র একটি টিউবয়েল আছে যা থেকে মাত্রাতিরিক্ত আয়রন ওঠায় ছাত্ররা তা পান করতে পারছে না। বিদ্যালয়ের পুকুর পাড়ে জনস্বাস্থ্য অধিদপ্তরের তৈরী করা একটি পিএসএফ (পানি বিসুদ্ধ করন ফিল্টার) প্রায় ৪ বছর আগে নষ্ট হয়ে যাওয়ার কারনে এ সংকট দেখা দিয়েছে।

বিষয়টি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একাধিক বার লিখিত ভাবে জানিয়েও কোন প্রতিকার মেলেনি।

(একে/এলপিবি/সেপ্টেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test