E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মক্কা শরীফে ক্রেন দুর্ঘটনা, বাগেরহাটে শত-শত হাজী পরিবারে উৎকন্ঠা  

২০১৫ সেপ্টেম্বর ১৪ ১৬:০২:১২
মক্কা শরীফে ক্রেন দুর্ঘটনা, বাগেরহাটে শত-শত হাজী পরিবারে উৎকন্ঠা  

বাগেরহাট প্রতিনিধি : সৌদি আরবের পবিত্র মক্কা শরীফের মসজিদ উল হারামে ক্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৫ বাংলাদেশী হাজী রয়েছে, রবিবার সকাল থেকেই সংবাদ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে হজ্বব্রত পালনে থাকা বাগেরহাটের প্রায় ৬ শত হাজী পরিবারের মধ্যে দিনভর চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

উৎকণ্ঠিত পরিবারগুলোর সদস্যরা বিভিন্ন্ উপায়ে নিহত হাজীদের নাম পরিচয় জানাতে ছুটা ছুটি শুরু করে। কেউ কেউ আবার সৌদি আরবে অবস্থানরত স্বজনদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হলেও অনেকে তাদের স্বজনদের খোঁজ না পাওয়ায় দেখা দেয় চরম উৎকন্ঠা। তারা সংবাদপত্রের অনলাইন ভার্সন, বিভিন্ন অনলাইন নিউজ র্পোটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সন্ধা পর্যন্ত নিহত বাংলাদেশী হাজীদের নাম পরিচয় জানতে না পেরে হতাশ হয়ে পড়েন। শরণাপন্ন হয় সংবাদকর্মীদেরও।

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার কাজী মুজিবর রহমান তার স্ত্রীসহ পরিবারের তিন সদস্য নিয়ে এবার হজ্বব্রত পালনে সৌদি আরবের রয়েছেন। রবিবার সকাল থেকেই সংবাদ মাধ্যমে পবিত্র মক্কা শরীফের মসজিদ উল হারামে ক্রেন দূর্ঘটনায় নিহতদের মধ্যে ২৫ বাংলাদেশী হাজী রয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে এই পরিবারটির মতো অনেক পরিবারে শুরু হয় উৎকণ্ঠা। উৎকণ্ঠিত পরিবারগুলো ছুটাছুটি শুরু হয়। সন্ধায় কাজী মুজিবর রহমানের পরিবারের তিন সদস্য ভালো আছেন বলে সৌদি আরবের মক্কায় তাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন তার বোনজামাই শেখ ইকবাল হোসেন লাবলু।

একই ভাবে বাগেরহাট শহরে বসবাসরত কৃষি কর্মকর্তা মো. সিরাজুল হক জানান, সৌদি আরবে ক্রেন দূঘটনায় বাংলাদেশের কেউ নিহত হয়নি বলে এমন খবর প্রথমে প্রকাশ পেলেও রবিবার সকালে ২৫ বাংলাদেশী নিহত হবার খবর শুনে তিনিসহ তার পরিবারের সদস্যরা উৎকন্ঠিত হয়ে পড়েন। দিনভর তার ছোট ভাই বুলুর সাথে যোগাযোগের করতে চেষ্ঠা চালান। অবশেষে এদিন সন্ধায় সৌদি আরবে হজ করেতে যাওয়া তার ভাইয়ের সাথে কথা বলে তিনি সুস্থ রয়েছেন বলে জানতে পারেন। এই দুটি পরিবারের সদস্যরা সৌদি আরবে নিরাপদ রয়েছেন জানতে পেরে বিকালে স্বজনদের মাঝে স্বাস্তি ফিরে আসে। তবে বাগেরহাট থেকে হজ্বপালনের জন্য সৌদ আরবে থাকা অনেকের সাথেই তাদের পরিবারের সদস্যদের সাথে এখনও কোন যোগাযোগ হয়নি।

বাগেরহাটের ৯টি উপজেলায় স্বজনদের সাথে যোগাযোগ করতে না পারার সংখ্যা অনেক। ফলে কয়েক’শ পরিবারের মধ্যে দেখা দিয়েছে চরম উৎকন্ঠা। সৌদি আরবে হজব্রত পালনে থাকা বাগেরহাটের কোন হাজী হতাহতের খবর সন্ধা ৬টা পর্যন্ত পাওয়া যায়নি। বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার হিসেব অনুযায়ী এবছর সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় বাগেরহাট থেকে প্রায় ৬শ জন সৌদি আরবে হজ্বব্রত পালনের জন্য সৌদি আরবে রয়েছেন।

(একে/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test