E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

২০১৫ সেপ্টেম্বর ১৫ ১৭:৫১:২৪
বরিশালে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার মুলাদী উপজেলার বহুল আলোচিত মিলি বেগম হত্যা মামলায় স্বামী সোহরাব আকনকে (৪০) ফাঁসি এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো আবেদ আলী  এগারোটার দিকে এ রায় ঘোষণা  করেন।

মৃত্যু দন্ডপ্রাপ্ত সোহরাব আকন মুলাদী উপজেলার তায়কা গ্রামের লাল মিয়া আকনের ছেলে। রায় ঘোষণাকালে দন্ডিত সোহবার আদালতে উপস্থিত ছিলেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর খান ওয়াহিদ উদ্দিন আহম্মেদ মামলার নথির বরাত দিয়ে জানান, একই গ্রামের মিলি বেগমকে ভালোবেসে বিয়ে করেন সোহরাব আকন। ২০০৭ সালের ২০ অক্টোবর চিকিৎসা করানোর কথা বলে মিলিকে ঢাকায় নেয়া হয়। পরে ঢাকা থেকে বরিশালে আসার পথে ২২ অক্টোবর লঞ্চ থেকে মেঘনা নদীতে ফেলে মিলিকে হত্যা করে তার পাষন্ড স্বামী সোহরাব।

এসময় মিলি ৭ মাসের অন্ত:স্বত্তা ছিলেন। ওই ঘটনায় ২০০৮ সালের ১০মে নিহত মিলির বোন মিনি বেগম বাদি হয়ে সোহরাব আকন, তার মা আজিতুন্নেছা ও বোন বিলকিস বেগমকে আসামি করে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১ নভেম্বর থানার তৎকালীন এস.আই আব্দুর রহিম দীর্ঘ তদন্ত শেষে মামলার দু’আসামিকে বাদ দিয়ে সোহরাব আকনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ করে মঙ্গলবার উল্লেখিত রায় ঘোষণা করেন।

(টিবি/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test