E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্লিনিক মালিকের হাতে রোগিনীর অভিভাবক লাঞ্ছিত

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১৪:৩১:২৬
ক্লিনিক মালিকের হাতে রোগিনীর অভিভাবক লাঞ্ছিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় আল ইসলামীয়া সার্জিক্যাল ক্লিনিকের মালিক কাজী মুরাদ হোসেন একজন রোগিনীকে অপমান অপদস্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রোনগর গ্রামের সাগর আহম্মেদ তার অন্তসত্তা স্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য লক্ষ্মীপাশার আল ইসলামীয়া সার্জিক্যাল ক্লিনিকে নিয়ে আসেন। ক্লিনিকের মালিক কাজী মুরাদ হোসেন রোগীকে আল্ট্রাস্নো করার কথা বলে। রোগীর পরীক্ষা নিরিক্ষা শেষে সংশ্লিষ্ট ক্লিনিক মালিক সাগরকে বলেন, ‘পেটের বচ্চার অবস্থা খুবই খারাপ। এখনই সিজার করতে হবে। সিজার না করলে বাচ্চা মারা যেতে পারে’।

রোগী এবং রোগীর অভিভাবকগণ হতাশ হয়ে ক্লিনিক মালিককে বলেন, কত টাকা লাগবে। ক্লিনিক মালিক মুরাদ হোসেন বলেন ওষুধবাদে ৭ হাজার টাকা লাগবে। পরে অন্তসত্ত্বার স্বামী দিনমজুর সাগর ক্লিনিক মালিককে অনুরোধ করে বলেন, ভাই আমার কাছে এত টাকা হবে না। আমি অন্য ক্লিনিকে রোগী নিয়ে দেখি, সেখানে কম খরচে সিজার করাতে পারি কি না। এ কথা শোনা মাত্রই ক্লিনিক মালিক মুরাদ হোসেন উত্তেজিত হয়ে সাগরের জামার কলার ধরে বলেন ডাক্তার এসে গেছে, এখানেই তোর স্ত্রীকে সিজার করাতে হবে। নইলে তোর মটর সাইকেল রেখে দেব, দেখি তোর কোন বাপ আছে নিয়ে আয়। এ অবস্থায় সাগর তার স্ত্রীকে নিয়ে কোন মতে কৌশলে ঐ ক্লিনিক থেকে পালিয়ে যায়। পরে ঐ রাত্রেই লোহাগড়ার মিজানুর নার্সিং হোমে সিজার করার জন্য আসে। এই খবর পেয়ে মুরাদ হোসেন কিছু উশৃঙ্খল লোকজন নিয়ে মিজানুর নার্সিং হোমে আসেন এবং মুমুর্ষ অন্তসত্ত্বা রোগীকে সিজার করতে বাঁধা দেয়। পরে অতি কষ্টে দিনমজুর সাগর মুরাদ হোসেনকে ২ হাজার ৫শত টাকা জরিমানা দিয়ে মিজানুর নার্সিং হোমে তার স্ত্রীকে সিজার করান।

এ বিষয়ে আল ইসলামীয়া সার্জিক্যাল ক্লিনিকের মালিক কাজী মুরাদ হোসেন সাংবাদিকদের বলেন, আমি রোগীর কথামত ডাক্তার এনেছি। যখন রোগীর অভিভাবক আমার ক্লিনিকে সিজার করতে অনীহা প্রকাশ করে তখন আমি সাগররের সাথে এরকম আচারন করেছি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(আরএম/এলপিবি/সেপ্টেম্বর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test