E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বান্দরবানে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৪:৫৮:২৪
বান্দরবানে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বান্দরবান প্রতিনিধি :“শান্তির অংশিদারীত্বেই সবার জন্য মর্যাদা” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে নানা কর্মসুচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। ইউএনডিপি’র সহযোগিতায় ট্রাস্ট বিল্ডার্স এলায়েন্স’র উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়। এ উপলক্ষে সোমবার সকালে কালেক্টরেট স্কুল সড়কে বৃক্ষরোপন, র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্পনা বৈদ্য, ইউএনডিপি’র জেলা ব্যবস্থাপক খুশিরায় ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম বেবী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম মিনারুল হক, আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন কমিটি’র আহবায়ক ফরিদুল আলম সুমন, ট্রাস্ট বিল্ডার্স এলায়েন্স’র সদস্য সুচিত্রা তংচংঙ্গ্যা, পৌর মহিলা কাউন্সিলর দ ম্যা চিং মারমাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন কমিটি’র আহবায়ক ও ট্রাস্ট বিল্ডার্স এলায়েন্স’র সদস্য ফরিদুল আলম সুমন জানান, ট্রাস্ট বিল্ডার্স এলায়েন্স একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জাতিগত সহিংসতা রোধসহ সামাজিক বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। কোন এলাকায় দুস্কৃতিকারী দ্বারা কোন ঘটনা কিংবা সহিংসতা সৃষ্টি হলে তা কৌশল অবলম্বন করে স্থানীয় ভাবে পশমন এবং শান্তি প্রতিষ্ঠা করাই এই সংগঠনের প্রধান কাজ। এ বিষয়ে ইউএনডিপি’র মাধ্যমে তিন পার্বত্য জেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে ট্রাস্ট বিল্ডার্স এলায়েন্স’র মাঠ পর্যায়ে কাজ করছে।


(এএফবি/এসসি/সেপ্টেম্বর২১,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test