E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রিমান্ডের আসামী সহ হ্যান্ডক্যাপ লাগানো দুই আসামীর পলায়ন, ওসি সহ  আহত ছয় পুলিশ

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৬:১০:৫৭
রিমান্ডের আসামী সহ হ্যান্ডক্যাপ লাগানো দুই আসামীর পলায়ন, ওসি সহ  আহত ছয় পুলিশ

বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি : রবিবার রাতে সিলেটের বিয়ানীবাজার থানার পুলিশের সহায়তায় মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ  রিমান্ডের আসামী নিয়ে  অপর আসামীকে ধরতে গিয়ে  হ্যান্ডক্যাপ লাগানো দুই আসামী পালিয়ে গেছে। এ ঘটনায় বড়লেখার ওসি(তদন্ত) সহ ছয় পুলিশ আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত রবিবার রাত আড়াইটার দিকে বড়লেখা পুলিশ সিএনজি থেকে মহিলার টাকা ছিনতাই মামলার রিমান্ডের আসমাী ওসমান মিয়াকে নিয়ে পাশ্ববর্তী সিলেটের বিয়ানীবাজার পুলিশের সহায়তায় উপজেলার দক্ষিণ পাহাড়ীবহর গ্রামে যায়। সেখানে রিমান্ডের আসমাী ওসমান মিয়ার স্বীকারোক্তি মোতাবেক মোড়ল মিয়া নামের এক আসামীকে হ্যান্ডক্যাপ লাগিয়ে গ্রেফতার করে । এ সময় আসামীর বাড়ীর লোকজনের চিৎকারে এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হয়। রাতের অন্ধকারে এলাকাবাসীর আক্রমনে ওসি(তদন্ত) সহ ছয় পুলিশ আহত হন।

আহতরা হলেন-বড়লেখা থানার ওসি(তদন্ত) আকবর হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা বিকাশ দাস, এ.এস.আই অমিতাভ দাস, কনষ্টেবল সাবিবর আহমদ ও বিয়ানীবাজার থানার এস.আই জহিরুল ইসলাম । এর মধ্যে বড়লেখা থানার ওসি(তদন্ত) আকবর হোসেন, বিয়ানীবাজার থানার এস.আই জহিরুল ইসলাম গুরুতর আহত হন। তারা দুজনই হাসপাতালে ভতি রয়েছেন। এসময় রিমান্ডের আসমাী ওসমান মিয়া ও গ্রেফতারকৃত মোড়ল মিয়া হাতে হ্যান্ডক্যাপ লাগানো অবস্থায় পালিয়ে যায়।

খবর পেয়ে বড়লেখা ও বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত পুলিশদেরকে উদ্বার করেন। সেমাবার(২১সেপ্টেম্বর)দিনভর ঘটনাস্থলে পুলিশ সাড়াশি অভিযান অব্যাহত রাখলেও পালিয়ে যাওয়া দুই আসামীকে গ্রেফতার করতে পারেনি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যত্য স্বীকার করে জানান, এ ঘটনায় ঘটনাস্থল বিয়ানীবাজার থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হবে।

(এলএস/এসসি/সেপ্টেম্বর২১,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test