E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে রাধা অষ্টমী ব্রত উদযাপিত

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৭:৩৭:০০
গৌরীপুরে রাধা অষ্টমী ব্রত উদযাপিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পৌর শহরে শ্রী শ্রী রাধা রানীর জন্মতিথী উপলক্ষে পুরোহিতপাড়া নরোত্তম সংঘের উদ্যোগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাধাব্রত, শ্রীমদ্ভাগবত পাঠ, হরি নাম সংকীর্তন ও মঙ্গলশোভা যাত্রার আযোজন করা হয়।

এ উপলক্ষে উপজেলার শ্রী শ্রী রাধা গোপিনাথ জিউর মন্দিরে শুভ অধিবাসের মধ্যদিয়ে শুরু হয় শ্রীমদ্ভভাগবত পাঠ ও উদয়াস্থ ব্যাপী চলে হরিনাম সংকীর্তন আর মহা প্রসাদ বিতরণ। মঙ্গল আরতী, রাধা রানীর স্নানে শতশত রাধাভক্ত হিন্দু নারীরা কলসী নিয়ে নৃৃত্য-গীত গেয়ে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে ৭ পুকুর ঘাটের ১০৮ কলসী জল সংগ্রহ করেন। সারাদিন উপবাস থেকে এ উৎসবে বৃহত্তর ময়মনসিংহের ভক্তবৃন্দ অংশ গ্রহন করেন। শ্রীশ্রী রাধা গোপিনাথ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক সুজিত দেবনাথ জানান, বৃহত্তর ময়মনসিংহের গৌরীপুরেই এ উৎসব অনুষ্ঠিত হয়।


(এসআইএম/এসসি/সেপ্টেম্বর২১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test