E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গভীর সাগরে সাড়ে ৫ ঘন্টা ভেসে থাকার পর উদ্ধার জেলে ইসমাইল

২০১৫ সেপ্টেম্বর ২২ ২০:৫১:৩২
গভীর সাগরে সাড়ে ৫ ঘন্টা ভেসে থাকার পর উদ্ধার জেলে ইসমাইল

বাগেরহাট প্রতিনিধি: “আমি জীবিত ফিরে আসতে পারবো কিনা ভেসে থাকায় অবস্থায় কিছুই বুঝতে পারেনি। শুধু বলেছিলাম বাচাঁও বাচাঁও। আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন। অনেক জেলেকে সাগরে ভাসতে দেখেছি, তাদের কি হয়েছে জানি না’।

গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে সাড়ে ৫ ঘন্টা ভেসে থাকার পর জীবিত উদ্ধার হয়ে ফিরে আসা ইসমাইল এ প্রতিবেদককে জানালেন ভয়াবহ দুর্বিসহ স্মৃতির কথা।

ফিরে আসা জেলে ইসমাইল সোমবার রাত ৯টার দিকে বাগেরহাট কেবি মৎস্য আড়তে এসে তার এই দুর্বিসহ স্মৃতির কথা জানাতে গিয়ে বলেন, সুন্দরবন উপকূল থেকে প্রায় দেড়শ কিলোমিটার দুরে গভীর বঙ্গোপসাগরে শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে আকস্মিক ঝড় শুরু হয়। এ সময় ঝড়ের কবলে পড়ে জেলে বহরে থাকা ৬০ থেকে ৭০টি ট্রলারের অধিকাংশই ডুবে যায়। ভোর ৫টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গভীর সাগরে ভাসতে হয়েছে। পরে টেউয়ের মধ্যে অন্য জেলেরা তাকে উদ্ধার করে। তবে এখনও তার সহযোগি চার জনকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় সে। জেলেদের উদ্ধার করতে আসা ট্রলারগুলো ঢেউয়ের কারণে তাদের কাছে যেতে পারছে না বলে জানায় সে। সে দিনের কথা কাউকে বোঝাতে পারবো না। ওইসব জেলেদের উদ্ধারে জন্য দ্রুত ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান তিনি।

ঝড়ের কবলে পড়ে নিখোঁজ খবরের পর সোমবার বিকাল থেকে দাড়টানা নদীর বাগেরহাট কেবি মৎস্য আড়তে ট্রলার ঘাটে নিখোঁজদের খোঁজে স্বজনদের ভিড় করতে দেখা গেছে। একটি ট্রলার ঘাটে ভিড়লেই স্বজনরা ছুটে যাচ্ছেন ট্রলারে কেউ ফিরে আসছে কি না দেখতে। ফিরে আসা জেলেদের জড়িয়ে কেউ কাঁদছেন। আবার কেউ নিখোঁজ অন্যদের খোঁজ-খবর নিচ্ছেন। কেবি মৎস্য আড়তে ট্রলার মালিক, শ্রমিক, আড়ত ব্যবসায়ীরা সকলেই নিখোঁজদের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।

উপকূলীয় মৎস্যজীবি সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী মঙ্গলবার দুপুরে বলেন, নিখোঁজ জেলেদের খোঁজে স্বজনরা বাগেরহাটের কেবি ঘাটে ভিড় করছে। এ পর্যন্ত ৩০ জনের মত ফিরে আসছে। কেউ হাসপাতালে আবার কেউ ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন।

বাগেরহাট কেবি মৎস্য আড়তের ব্যবসায়ী আব্দুস সালাম হাওলাদারের ট্রলার “এফবি সাগর-২” এর নিখোঁজ ১৩ জনের উদ্ধার ৯ জন হলো মোরেলগঞ্জের সৈয়দ মাঝি, কচুয়ার বগা গ্রামের আলাল, শহিদুল, হানিফ, ফরিদ, সদরের পালপাড়ার ইসমাইল, বেল্লাল, জোহর, পাথরঘাটার-বিশখালীর মালেক ও রুপক ট্রলারের মো হাকিম, সালাম, দেওয়ান, এফবি বিলাশ ট্রলারের শরনখোলার ওহাব শেখ। "এফবি সাগর-২” নামের ট্রলারের নিখোঁজ চারজন হল, সদরের ইব্রাহিম, সিদ্দিক মিস্ত্রি, বেতিবুনিয়া গ্রামের ওহাব ও সাখাওয়াত।

স্থানীয় জেলেরা জানান, একটি ট্রলারে করে ১৩ জেলে সাগর থেকে ফিরে এলেও এখনো বাগেরহাটের প্রায় ৮০ থেকে ১০০ জেলের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এদের মধ্যে জেলার কচুয়া উপজেলার কেবল একটি গ্রামে নিখোঁজ রয়েছেন ৪৭ জেলে।

নিখোঁজ জেলেদের খোঁজ নিতে রাতে কেবি ঘাটে আসা কচুয়ার বগা গ্রামের ইসমাইল বাওয়ালী (৪৩) জানান, বগা গ্রামের প্রায় তিনশ জেলে পরিবারের বাস। তারা সবাই সমুদ্রে মাছ ধরে জীবন নির্বাহ করে। এই এলাকার জেলেদের নিয়ে সাগরে মাছ ধরে যাওয়া এফবি শাহজাহান, এফবি আউয়াল, এফবি রুপক ও এফবি সজল নামে চারটি ট্রলারের ৬০ জেলের মধ্যে ১৩ জনের সন্ধান পাওয়া গেলেও এখন নিখোঁজ রয়েছে অন্তত ৪৭ জন।

বাগেরহাট কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসা জেলেরা জানান, সুন্দরবন উপকূল থেকে প্রায় দেড়শ কিলোমিটার দুরে গভীর বঙ্গোপসাগরে রাত আনুমানিক ৪টার দিকে আকস্মিক ঝড় শুরু হয়। ডুবে যাওয়া ট্রলারের অনেক জেলে সাগরে ভেসে ও অন্য ট্রলারের মাধ্যমে কূলে আসতে সক্ষম হলেও বহু জেলের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।

রবিবার ভোর রাতে বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের দুবলার চর ও সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজ বাগেরহাটসহ বিভিন্ন এলাকার শতাধিক জেলের এখনও সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে উদ্ধার হয়েছেন বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট ও খুলনার প্রায় ২৫০ জন জেলে।

(এমকেআর/এলপিবি/সেপ্টেম্বর ২২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test