E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবন উপকূলে আরও দুই জেলের লাশ, নিখোঁজ ২শ 

২০১৫ সেপ্টেম্বর ২৩ ১৩:১১:০৪
সুন্দরবন উপকূলে আরও দুই জেলের লাশ, নিখোঁজ ২শ 

বাগেরহাট প্রতিনিধি: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া অর্ধশত ফিশিং ট্রলারের নিখোঁজ জেলেদের আরও দুটি লাশ ভেসে এসেছে সুন্দরবন উপকূলে।

মঙ্গলবার রাতে সুন্দরবনের দুবলা জেলে পল্লীর চরে ভেসে আসা লাশ দুটি উদ্ধার করে স্থানীয় জেলেরা। এ নিয়ে উপকূলে ভেসে এলো হতভাগ্য ৬ জেলের লাশ। এসব লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। এই লাশ উদ্ধারের খবরে উপকূলে ছুটছে নিখোঁজ জেলেদের স্বজনেরা।

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের ভাসমান লাশ উদ্ধার অব্যাহত রেখেছে সুন্দরবনের দুবলা ফিশারম্যান গ্রুপ। তবে জেলেদের এই লাশ উদ্ধারে নেই কোন সরকারি প্রচেষ্টা। সুন্দরবন দুবলা ফিশারম্যান গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুবলা ফিশারম্যান গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানূর রহমান শামীম জানান, বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের আলোর কোলের ও মেহেরআলীর চরের কাছ থেকে জেলেরা মঙ্গলবার রাতে আরেও দুটি লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের এই লাশেরও পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে সুন্দরবন উপকূল থেকে হতভাগ্যদের ৬টি লাশ উদ্ধার করলো দুবলা ফিশারম্যান গ্রুপের জেলেরা। প্রতিটি জোয়ারের সাথে উপকূলে ভেসে আসা জেলেদের লাশের সংখ্যা বাড়ার আশংকা করছেন এই ফিশারম্যান গ্রুপের নেতা ।

উপকূলীয় মৎসজীবি সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান, সুন্দরবন উপকূলে সাগরে ঝড়ের কবলে নিখোঁজ জেলেদের লাশ ভেসে আসার খবরে বাগেরহাটের জেলেপল্লীগুলোতে শোকের মাতম চলছে। তারা এখন লাশের সন্ধানে সুন্দরবন উপকূলে ছুটে যাচ্ছেন। বাগেরহাটের কচুয়া উপজেলার বগা জেলেপল্লীর নিখোঁজ ৪৯ জেলের সন্ধান এখনো মেলেনি। তবে বাগেরহাটের অন্যান্য এলাকার জেলেপল্লীর নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে। খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া বাগেরহাটের নিখোঁজ এফবি শাহজালাল, এফবি রুপক, এফবি সাগর-২, এফবি সজলসহ ১০টি ট্রলারের।

শনিবার ভোরে ও রবিবার বিকেলে বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের দুবলার চর উপকূল ও ফেয়ারওয়ে বয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে অর্ধশত ট্রলার ডুবিতে নিখোঁজ হয় বাগেরহাটসহ বিভিন্ন এলাকার কয়েকশ জেলে। এদের মধ্যে এখনও সন্ধান মেলেনি দু’শতাধিক জেলের। কোস্টগার্ড, নৌবাহিনী, র‌্যাব, সুন্দরবন বিভাগ ও বিভিন্ন ফিশিং ট্রলারের মাধ্যমে উদ্ধার হয়েছে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় ৫০০ জেলে।

(একে/এলপিবি/সেপ্টেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test