E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাকরি জাতীয়কণের দাবিতে নড়াইলে মানববন্ধন

২০১৫ সেপ্টেম্বর ২৩ ১৩:৫৮:৫৪
চাকরি জাতীয়কণের দাবিতে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি: কমিউনিটি ক্লিনিকের নিয়োগপ্রাপ্ত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি জাতীয়করণ ও ট্রাস্টআইন (২২-ঘ) বাতিলের দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন নড়াইল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধন চলাকালে বক্তৃতা করেন ২০১৩ সালের শ্রেষ্ঠ সিএইচসিপি শাহানারা পারভীন, জেলা কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডর এসোসিয়েশনের সভাপতি সাগর সেন, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ রায়, সদর উপজেলা সভাপতি শরীফা খানম, সাধারণ সম্পাদক রানা প্রতাপ বৈরাগী, লোহাগড়া উপজেলা সভাপতি ইকবাল হোসেন, হামিদ জমাদ্দার, সিএইচসিপি রাজিব প্রমুখ।

বক্তারা বলেন, সরকার বিভিন্ন সময়ে জাতীয়করণের আশ্বাস দিলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। যার ফলে নড়াইলসহ সারাদেশে কর্মরত ১৪ হাজারের অধিক কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডাররা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

(টিএআর/এলপিবি/সেপ্টেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test