E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে পল্লী বিদ্যুতের নতুন লাইন নির্মাণে চাঁদাবাজির অভিযোগ

২০১৫ সেপ্টেম্বর ২৩ ১৪:৫৭:০৩
সোনাগাজীতে পল্লী বিদ্যুতের নতুন লাইন নির্মাণে চাঁদাবাজির অভিযোগ

ফেনী প্রতিনিধি: সোনাগাজী উপজেলার পৌরসভাসহ ৯টি ইউনিয়নে চলতি অর্থ বছরে ৮০ কিঃমিঃ পল্লী বিদ্যুতের নতুন লাইন সম্প্রসারনের কাজ চলছে। পল্লী বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজসে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

সরেজমিনে জানা যায়, ওলামা বাজার হতে আদর্শগ্রাম ও সুলতানপুর গ্রামে প্রায় ১৪ কিঃমিঃ লাইন নির্মানে ১০৬৯ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।

চর ছান্দিয়া গ্রামের আবুল হাশেম জানান, লাইন নির্মাণে বিভিন্ন অযুহাত দেখিয়ে প্রতি গ্রাহক থেকে ৫-১০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। চর সোনাপুর গ্রামে নতুন লাইন নির্মাণে ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

সোনাপুর গ্রামের মোঃ বাহার মিয়া জানান, প্রতি গ্রাহক থেকে লাইন খরচের নামে ৪-৫ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে প্রতারকরা ।

এ ব্যাপারে সোনাপুর গ্রামের বাসিন্দা নবী আলম, সাইফুল, হাসান সমিরসহ অসংখ্য গ্রামবাসীর অভিযোগ লাইন নির্মাণের নামে প্রতিটি গ্রাহক থেকে ৪-৫ হাজার টাকা হারে নেয়ার পরও অনলাইনের নামে ৫০টি গ্রাহকের কাছ থেকে ৩৫০০ টাকা হারে আদায় করছে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।

এ ব্যাপারে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, চাঁদাবাজির সাথে পল্লী বিদ্যুতের কোন কর্মকর্তা কর্মচারী জড়িত নেই । স্থানীয় কিছু টাউট-বাটপার যদি বিদ্যুতের লাইন নির্মাণের নামে টাকা দাবই করে স্থানীয় পুলিশের হাতে সোপর্দ করার জন্য অনুরোধ করেন এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে থানায় মামলা করুন ।

(এসএমএ/এলপিবি/সেপ্টেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test