E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

২০১৫ সেপ্টেম্বর ২৩ ১৮:৩২:৩৯
পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

বাগেরহাট প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাগেরহাটে আগত র্পটকদের বরণ করতে পস্তুত রাখা হয়েছে জেলার অন্যতম পর্যটন স্পট সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদ।

এছাড়াও প্রস্তত রয়েছে জেলার বিনোদন স্পটগুলো। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযাহা উপলক্ষে বাইরে থেকে আশা হাজার হাজার পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও পর্যটন স্পটগুলোতে নিরাপদে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব সুন্দরবন বিভাগ ও জেলা প্রত্নতত্ব বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

এরই মধ্যে ঈদ উপলক্ষে সুন্দরবনে আশা পর্যাটকদের সার্বিক নিরাপত্তা ও সুন্দরবনের পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আর ষাটগুম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার, বারাকপুরে অবস্থিত সুন্দরবন রির্সোট সেন্টার, শহরের দশানী পার্ক ও শহরের দড়াটানা নদী সংলগ্ন পৌর পার্কসহ জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের স্বাগত জানাতে তৈরী করা হয়েছে তোরন। ষাটগুম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার এলাকায় পর্যটকদের আকর্ষণ করতে বিভিন্ন ধরনের আলোক শয্যার ব্যবস্থা করা হয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকায় জেলার গুরুত্বপূর্ণ এসব পর্যটন স্পটগুলোতে পর্যপ্ত পর্যটনদের আগমন নিয়ে সংশয় থাকলেও আবহাওয়া বিভাগের মতে ঈদের দিন বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টিমুখর আবহওয়ার সাময়িক অবসান হবে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সাইদুল রহমান জানান, ঈদে সুন্দরবনের করমজল, কচিখালী, হিরন পয়েন্ট ও দুবলারচরসহ পর্যটন স্পটগুলোতে আগমন ঘটে হাজার হাজার পর্যটকদের। পর্যাটদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা ও পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা ও চোরা শিকারীদের তৎপরতা বন্ধে পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বনরক্ষীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

বাগেরহাট ষাটগুম্বুজ মসজিদের কাষ্টডিয়ান গোলাম ফেরদৌস জানান, ঈদুল আযাহ উপলক্ষ্যে ষাটগুম্বুজ মসজিদে পর্যটকদের ব্যপক আগম ঘটে। পর্যাটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রত্নতত্ব বিভাগ মসজিদ এলাকায় আনসার মোতায়েন করেছে।

(একে/এলপিবি/সেপ্টেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test