E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ার ঘাঘায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪

২০১৫ সেপ্টেম্বর ২৬ ১৭:৫২:০২
লোহাগড়ার ঘাঘায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

এ সময় পুলিশের উপস্থিতিতে কমপক্ষে ১০/১২টি বাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণাঞ্চলের মধ্যে কোটাকোল ইউপি’র ঘাঘা গ্রাম দাঙ্গাবাজদের গ্রাম হিসেবে পরিচিত। গ্রামের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন সমর্থিত লোকজনদের সাথে সাবেক চেয়ারম্যান বিএম হিমায়েত হোসেন হিমু সমর্থিত লোকজনদের মধ্যে দ্বন্দ্ব উতপ্ত অবস্থা বিরাজ করছিল।

এর জের ধরে শনিবার সকাল ১১টার দিকে সাবেক চেয়ারম্যান বিএম হিমায়েত হোসেন হিমু সমর্থিত হিসাম শেখ, ইউপি সদস্য জিন্নাহ্’র নেতৃত্বে এক’শ থেকে দেড়’শ লোক দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় নুরু, কালাম, মিটু খা, মোস্তফা, মনা মিয়া ঠাকুরসহ কমপক্ষে ১০/১২টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে নুরু শেখ, কালাম কাজী, রুবেলসহ ৪ জন আহত হয়।

কোটাকোল ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতে পাশ্ববর্তী কোটাকোল, ভাটপাড়া এবং ঘাঘার লোকজন মিলে তার সমর্থকদের বাড়ি ভাংচুর করা হয়েছে। আহতদেরকে প্রথমে লোহাগড়া হাসপাতালে এবং অবস্থার অবনতি হওয়ায় নুরু ও কালামকে খুনলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাংচুরের ঘটনা অস্বীকার করে বলেন, ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এলপিবি/২৬ সেপ্টেম্বর, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test