E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডের উপহার সামগ্রীসহ নগদ টাকা লুট

২০১৫ সেপ্টেম্বর ২৭ ১৩:৩২:৫০
জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডের উপহার সামগ্রীসহ নগদ টাকা লুট

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর শুক্রবার ভোরে পৌর শহরের পুরোহিতপাড়ায় বাসার কলাপসিবল গেইটের তালা, দরজার তালা ও ড্রয়ারের তালা ভেঙ্গে ‘জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডের উপহার’, নগদ টাকাসহ লক্ষাধিক টাকা মালামাল লুট করেছে দুবৃত্তরা।

একই রাতে আরও ৫টি বাসায় তালা ভেঙ্গে চুরির চেষ্টা করেছে চোর।

পুরোহিত পাড়ার অজিত রঞ্জন উকিলের পুত্র পুলক রঞ্জন উকিল জানান, শুক্রবার ভোর ২টার পর দুর্বৃত্তরা কয়েকটি তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৪৩ হাজার টাকা চুরি হয়েছে। সমাজকল্যাণ কার্যক্রম সফল উদ্যোক্তার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয় কর্তৃক ঝরা মনি বিশ্বাসকে দেয়া ‘জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড’র স্মারক, সাড়ে ৮ হাজার টাকা মূল্যের প্রো মডেলের একটি মোবাইল সেট নিয়ে গেছে। প্রায় ২৫ বছর যাবত শখ করে জমানো সুপক রঞ্জন উকিলের ২৯টি দেশের মুদ্রাও চুরি হয়। তীর্থের জন্য জমানো শেফালী রানী উকিলের ২২ হাজার টাকা ড্রয়ার ভেঙ্গে নিয়ে গেছে।

একই রাতে পৌরসভার কর্মকর্তা দীলিপ কুমার, বৈদ্যুতিক কারিগর গোপালের বাসাসহ ৫টি বাসায় তালা ভেঙ্গে দুর্বৃত্তরা চুরির চেষ্টা চালায়।

(এসআইএম/এলপিবি/২৭ সেপ্টেম্বর, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test