E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে রত্মগর্ভা মা সম্মাননা পেয়েছেন ফাতিমা বেগম

২০১৫ সেপ্টেম্বর ২৮ ১৯:০২:১১
নড়াইলে রত্মগর্ভা মা সম্মাননা পেয়েছেন ফাতিমা বেগম

নড়াইল প্রতিনিধি: রত্মগর্ভা মা সম্মাননা পদক পেয়েছেন ফাতিমা বেগম (৭০)। ফাতিমা নড়াইল সদর উপজেলার হাকিমপুর রঘুনাথপুর এলাকার হাফেজ আবু জাফরের স্ত্রী।

এলাকাবাসীর আয়োজনে ঈদের দিন সকালে মাদরাসা বাজার ঈদগাহে রত্মগর্ভা মা পদক প্রদান করেন নড়াইলের আব্দুল হাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন জালাল উদ্দীন ফকির, রেজাউল করিম মল্লিক, নাজমুল হক সিকদার, আফসার সিকদারসহ এলাকার বিশিষ্টজনরা।

আয়োজকরা জানান, পদকপ্রাপ্ত ফাতিমা বেগমের সাত ছেলে ও তিন মেয়ে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এ জন্য সীমাখালি, রঘুনাথ, তালতলা ও নাকসী গ্রামের পক্ষ থেকে ফাতিমাকে রত্মগর্ভা মা সম্মাননা পদক প্রদান করা হয়েছে। এলাকাবাসীর আয়োজনে এ বছরই ‘রত্মগর্ভা মা পদক’ প্রদান করা হলো।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতিমা বেগমের সাত ছেলের মধ্যে হাফিজুর রহমান, হাবিবুর রহমান ও মোকলেছুর রহমান মাদরাসা শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া অপর ছেলে মোস্তাফিজুর রহমান স্কুলশিক্ষক, এমফিল গবেষক আনিছুর রহমান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিনুর রহমান নড়াইলের নবগঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক এবং ছোট ছেলে নজিবুর রহমান সাব্বির চট্টগ্রামে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন। মেয়ে মনিরা, সালেহা ও আসুরা খাতুন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

ফাতিমা বেগম বলেন, এ পদক পেয়ে আমি আনন্দিত।

(টিএআর/এলপিবি/সেপ্টেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test