E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্রেনে কাটা পড়ে এক যুগ্ম সচিবের মৃত্

২০১৫ সেপ্টেম্বর ২৮ ১৬:০৫:২৩
ট্রেনে কাটা পড়ে এক যুগ্ম সচিবের মৃত্

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে এক যুগ্ম সচিবের মৃত্যু হয়েছে। রণজিৎ চন্দ্র সরকার (৫৫) নামে ওই কর্মকর্তা সবশেষ প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ এ তথ্য জানান।

তিনি জানান, সকাল সোয়া ১১টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন রণজিৎ। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। রণজিৎ সরকার ছুটি শেষে গ্রামের বাড়ি নেত্রকোনা থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। এ সময় এই দুর্ঘটনা ঘটে। গত ২০ সেপ্টেম্বর অধিদফতরের পরিচালক হিসেবে যোগ দেন তিনি। নিহত রণজিৎ সরকার প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।

তার মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ও মন্ত্রণালয়ের সচিব শোক প্রকাশ করেছেন।

(ওএস/অ/সেপ্টেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test