E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সাগর-সৈকত বাহিনীর প্রধান নিহত

২০১৫ সেপ্টেম্বর ৩০ ১৩:৪৭:০৭
র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সাগর-সৈকত বাহিনীর প্রধান নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছিয়া খাল এলাকায়  র‌্যাব-৮ এর সাথে বন্দুকযুদ্ধে সাগর-সৈকত বাহিনীর প্রধান আকাশ ওরফে রহিম ওরফে জামাই (২৫) নিহত হয়েছেন।

বুধবার সকালে র‌্যাবের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় বনদস্যুদের ব্যবহৃত ১৫টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছির খাল এলাকায় র‌্যাব-৮ এর একটি দলের নিয়মিত টহলকালে তাদের উপস্থিতি টের পেয়ে বনস্যুরা গুলিবর্ষণ শুরু করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে (বনের মধ্যে) তল্লাশী চালিয়ে একটি মৃতদেহ ও ১৫টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

পরে স্থানীয় জেলেরা মৃতদেহটি সাগর-সৈকত বাহিনীর প্রধান আকাশ ওরফে রহিম ওরফে জামাই বলে সনাক্ত করে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলবারুদ ও মৃতদেহটি শরণখোলা থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীণ।

(একে/এলপিবি/সেপ্টেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test